প্রথম ইনিংসে ৩৩৮ রানের পর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া থামল ৩১২ রানে। অর্থাত্ ভারতের সামনে এখন ৪০৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা। হার বাঁচাতে হলে খেলতে হবে পুরো একটা গোটা দিন। কাজটা কঠিন বটে। চতুর্থ দিনে চা বিরতির পর ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং শুভমন গিল ৭১ রানের পার্টনারশিপ গড়েন। গিল আউট হয়ে ফেরেন ৩১ রানে (৬৪ বলে)। তার পর আউট হন রোহিতও। উইকেট ছুড়ে দিয়ে এলেন তিনি। ম্যাচে ফিরতে গেলে যখন দীর্ঘক্ষণ ব্যাট করার প্রয়োজন ছিল, তখন মারতে গিয়ে আউট হলেন তিনি। ৯৮ বলে ৫২ রান করেন তিনি। তাঁর মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের ক্রিজে আরও সময় টিকে থাকার দরকার ছিল। কিন্তু সেটাই পারলেন না ‘হিট-ম্যান’।
দিনের শেষে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে ক্রিজে রয়েছেন। রবিবার ভারত এই ম্যাচ জিততে পারলে তৈরি হবে ইতিহাস। সিডনির মাঠে এত রান তাড়া করে আজ অবধি কোনও সফরকারী দল জিততে পারেনি। সিডনিতে ১৯০৩ সালে ইংল্যান্ড জিতেছিল ১৯৪/৫ করে। আজ অবধি সফরকারী দলের সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড সেটাই। ড্র করার ভাবনা নিয়ে নামলে সারাদিন ব্যাট করতে হবে ভারতকে। সেই কাজ করতে পূজারা এবং রাহানের থেকে লম্বা ইনিংস আশা করবে ভারত।
Find Out More: