ব্র্যাডম্যানের প্রথম টেস্ট টুপি নিলামে

A G Bengali
ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ ব্যাটসম্যান ব্র্যাডম্যান প্রথম টেস্ট খেলেছিলেন ১৯২৮ সালে ৩০ নভেম্বর। ব্রিসবেনে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে তিনি প্রথম ব্যাগি গ্রিন টুপি পেয়েছিলেন। সেই টুপিই বিক্রি হল নিলামে। ব্র্যাডম্যানের এই টুপিটি তিনি দিয়ে গিয়েছিলেন তাঁর পারিবারিক বন্ধু এবং পড়শি পিটার ডানহ্যামকে। এই বছরের মে মাসে ডানহ্যামকে জেলে যেতে হয় জালিয়াতির অভিযোগে। ৮ বছরের জন্য জেল হয় তাঁর। যাঁর যাঁর টাকা তিনি জালিয়াতি করেছিলেন, সম্পত্তি নিলাম করে তাঁদের তা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেই কারণে নিলামে তোলা হয় ব্র্যাডম্যানের টুপি।
চলতি বছরেই অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের (Shane Warne) ব্যাগি গ্রিন ক্যাপের নিলামে দর উঠেছিল দশ লক্ষ সাত হাজার পাঁচশো অস্ট্রেলিয়ান ডলার। দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সেই অর্থ দান করেছিলেন কিংবদন্তি লেগ স্পিনার। 

Find Out More:

Related Articles: