শেষ টি-২০ তে হার টিম ইন্ডিয়ার
এ বার লড়াই টেস্ট ম্যাচের। ১৭ ডিসেম্বর বিদেশের মাটিতে ভারতের প্রথম পিঙ্ক বল টেস্ট। সেই ম্যাচ খেলেই দেশে ফিরবেন বিরাট। ফেরার আগে দলকে জিতিয়ে আসতে চাইবেন তিনি। বিরাট ফিরলেও দলে যোগ দেবেন রোহিত শর্মা। যদিও তিনি দলে আসবেন তৃতীয় টেস্ট থেকে। কঠিন লড়াই ভারতের সামনে। ২ সেরা দলের মধ্যে লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।