‘সুইচ হিট’ প্রসঙ্গে সৌরভ বললেন এই কথা

A G Bengali
আধুনিক ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টি জামানায় বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে সুইচ হিট। আর এই সুইচ হিটের তীব্র সমালোচনা করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ইয়ান চ্যাপেল। তাঁর মতে, এই শটের মাধ্যমে বোলারদের প্রতি অবিচার করা হয়। বোলাররা কীভাবে বল করবে সেটা যদি আম্পায়ারকে আগে থেকে জানাতে পারেন সেক্ষেত্রে ব্যাটসম্যানদের নৈতিক কর্তব্য পালণ করা উচিত। 
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ বলেছেন, “এই সাহসী শট খেলতে হলে অনেক শক্তির প্রয়োজন হয়। এই শটটা খেলার জন্য টাইমিং এবং পা ঠিকঠাক চলা ছাড়াও আরও অনেক কিছুরই দরকার পড়ে। কেভিন পিটারসেন প্রথম এই শটটা খেলেছিল। ডেভিড ওয়ার্নারও খুবই ভাল খেলে এই শট। ঠিকঠাক মারতে পারলে এটা খুবই ভাল শট। খেলাটা এগিয়ে গিয়েছে। আধুনিক ব্যাটসম্যানদের কাছ থেকে এই শট কেড়ে নেওয়ার কোনও কারণ আমি খুঁজে পাই না।” 

Find Out More:

Related Articles: