দ্রুততম ২২ হাজার কোহালির

A G Bengali
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারতে হয়েছে। কিন্তু অধিনায়ক বিরাট কোহলি করলেন নয়া রেকর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে রবিবার কোহালি ৮৩ বলে করেন ৮৯। এই ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান দাঁড়ায় ২২,০১১। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২২ হাজার রান করলেন বিরাট কোহালি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর রান যথাক্রমে ৭২৪০, ১২৮৩৪ ও ২৭৯৪। তিনিই একমাত্র ব্যাটসম্যান যাঁর তিন ফরম্যাটেই গড় পঞ্চাশের বেশি। 
রবিবার সিডনিতে সচিন তেন্ডুলকরের রেকর্ড টপকে গেলেন তিনি। এর আগে সচিন তেন্ডুলকর ৪৯৩ ইনিংস নিয়েছিলেন ২২ হাজার রানে পৌঁছতে। কোহালির লাগল ৪৬২ ইনিংস। তাঁর পরে এই তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা (৫১১ ইনিংস) ও রিকি পন্টিং (৫১৪ ইনিংস)। 

Find Out More:

Related Articles: