এ বার মুখ খুললেন গম্ভীর

A G Bengali
ভারতীয় দলে অলরাউন্ডার না থাকার দুর্বলতা শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফুটে উঠেছে সিডনিতে। ৫ বিশেষজ্ঞ বোলার ছাড়া ব্যাটসম্যানদের কেউ হাত ঘোরাতে পারেন না। ফলে ভারসাম্যে টান পড়ছে। গম্ভীর বলেছেন, “গত বিশ্বকাপ থেকেই এমন ঘটছে। হার্দিক পান্ড্য যদি বল করার মতো ফিট না হয়, তবে  দলের ষষ্ঠ বোলার কোথায়? আমার মনে হয় এই জায়গায় একমাত্র বিজয় শঙ্করকে দিয়েই কাজ হতে পারে। কিন্তু ৫ বা ৬ নম্বরে গিয়ে ও কি হার্দিকের মতো ব্যাট হাতে একই রকম প্রভাব ফেলতে পারবে? বা, ওকে কি ৭-৮ ওভার বল করতে দেওয়া যাবে? আমার তো সংশয় রয়েছে।” 
রোহিত শর্মা সুস্থ হয়ে পরে ওয়ানডে দলে ফিরলেও এই সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন গম্ভীর। তাঁর কথায়, “মণীশ পাণ্ডেকে খেলানোর কথা বলাই যায়। কিন্তু রোহিত শর্মা ফিরলেও এই সমস্যা থেকে যাবে। প্রথম ৬ ব্যাটসম্যানের মধ্যে কেউ নেই যে কি না কয়েক ওভার করে দেবে।” 

Find Out More:

Related Articles: