![এই প্রথম দর্শক শূণ্য ইডেনে ম্যাচ খেলবেন বিরাটরা!](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/sports/libra_libra/india-vs-south-africa-odi-match-kolkata0acf6d81-e04a-41d4-8667-3463ce7f66f8-415x250.jpg)
এই প্রথম দর্শক শূণ্য ইডেনে ম্যাচ খেলবেন বিরাটরা!
বৃষ্টির জন্য প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। এবার সিরিজের বাকি দু’টি ওয়ান ডে ম্যাচ হতে চলেছে দর্শক শূণ্য। করোনাভাইরাস সংক্রান্ত জারি নির্দেশের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সিএবি। এমনিতেই ইডেন ম্যাচের জন্য টিকিটের চাহিদা বাড়তে শুরু করেছিল। কিন্তু নির্দেশের পরই টিকিট বিক্রি বন্ধ করে দেয় সিএবি। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, ‘‘সরকারি নির্দেশ আমরা মেনে চলব। টিকিট বিক্রি এখন বন্ধ আছে।’’ কলকাতায় ম্যাচ হওয়ার কথা ছিল আগামী ১৮ মার্চ।এই প্রতিবেদনের ছবি বিসিসিআই-এর ট্যুইট থেকে নেওয়া।
View this post on InstagramGetting game ready 💪💪 #TeamIndia #INDvSA A post shared by Team India (@indiancricketteam) on