ক্লাসিক কোহলি, শ্রেয়াস-রাহুল ঝড়ে রানের পাহাড়ে ভারত

A G Bengali

দূরন্ত ফর্মে ছিলেনই। এবার সেই ফর্মেই ওয়ান ডে তে ঝড়ো সেঞ্জুরিও করে ফেললেন শ্রেয়াস আইয়ার। দলকে পৌঁছে দিলেন রানের পাহাড়ে। ভারত অধিনায়ক খেলছিলেন নিজের ছন্দে। একককথায় ক্লাসিক কোহলি। কিন্তু হাফ সেঞ্চুরির পরই বোল্ড হন তিনি। তবে একই ভাবে দূরন্ত খেললেন কেএল রাহুল। মিডিল অর্ডারে তাঁর পরীক্ষা চলছিল, সেই পরীক্ষায় সসম্মানে পাশ করলেন কেএল রাহুল। খেললেন অপরাজিত ৮৮ রানের ইনিংস। ভারতের ইনিংস শেষ হয় পাঁচ উইকেট হারিয়ে ৩৪৭ রানে। নিউজিল্যান্ডকে জিততে গেলে করতে হবে ৩৪৮ রান। 

 

ইনিংসের নায়ক শ্রেয়স আইয়ার। এটাই ওয়ানডে কেরিয়ারে তাঁর প্রথম সেঞ্চুরি। যা এল ১০১ বলে, ১১টি চার ও একটি ছয়ের সাহায্যে। ১০৭ বলের ইনিংসে থাকল পরিণতির ছাপ। পঞ্চাশে পৌঁছেছিলেন ৬৬ বলে, পাঁচটি চারের সাহায্যে। চার নম্বরে নেমে শুরুতে খুচরো রানে জোর দিয়েছিলেন। তার পর গতি বাড়ালেন ইনিংসের। পাঁচে নেমে মুগ্ধ করলেন লোকেশ রাহুলও। তাঁর পঞ্চাশ এসেছিল ৪১ বলে, চারটি ছয়ের সাহায্যে। সেই মেজাজেই খেললেন আগাগোড়া। ৬৪ বলে অপরাজিত থাকলেন ৮৮ রানে। যাতে থাকল ছয়টি ছয় ও তিনটি চার। ১৩৭.৫০ স্ট্রাইক রেটে ব্যাট করলেন তিনি। চতুর্থ উইকেটে লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার যোগ করলেন ১৩৬ রান। শ্রেয়াস ফেরার পর কেদার যাদবও ব্যাট করলেন আগ্রাসনের সঙ্গে। ১৫ বলে ২৬ রানে থাকলেন অপরাজিত। যাতে থাকল তিনটি চার ও একটি ছয়। তবে পৃথ্বী শাউ এবং মায়াঙ্ক আগারওয়াল ভালো শুরু করেও ছাপ ফেলতে পারলেন না। এবার পরীক্ষা ভারতীয় বোলরাদের।

Find Out More:

Related Articles: