অভিনব! সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন IPL -এর নতুন পরিকল্পনা

A G Bengali

এককথায় অভিনব। এই প্রথম আইপিএলে একই দলে খেলবেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কি একটু অবাক লাগছে ? অবাক হওয়ারই কথা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও আইপিএল লিগ কমিটি এমনই সিদ্ধান্ত নিয়েছে নয়া দিল্লিতে। এ বারের আইপিএল-এর বল গড়াবে ২৯ মার্চ। ২৬ তারিখ হবে এই অল স্টার ম্যাচ। সোমবার আইপিএল-এর গভর্নিং কাউন্সিল-এর মিটিং হয়েছিল রাজধানীতে। সেখানেই স্থির হয়েছে আইপিএল-এর আটটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের নিয়ে তৈরি হবে দু’টি দল। ২৯ মার্চ অর্থাৎ আইপিএল শুরুর ঠিক তিনদিন আগে আয়োজিত হবে ম্যাচটি। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চারটি করে ফ্র্যাঞ্চাইজি থেকে ক্রিকেটার নিয়ে তৈরি হবে একটি করে দল। উত্তর ও পূর্ব ভারতের চারটি দল- কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের নিয়ে তৈরি হবে একটি দল। অন্য দলটি হবে দক্ষিণ ও পূর্বের চারটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে। যেখানে রয়েছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বই ইন্ডিয়ান্স। এক্ষেত্রে আরসিবি অধিনায়ক কোহলি, মুম্বই নেতা রোহিত এবং চেন্নাইয়ের নেতৃত্বে থাকা ধোনিকে একই দলে খেলতে দেখবেন দর্শকরা। যা নিঃসন্দেহে আইপিএলের থেকে বড় প্রাপ্তি। কারণ টুর্নামেন্টে কখনও এই তিন তারকাকে এক দলে দেখা যায়নি। অন্য দলে থাকবেন আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল, ঋষভ পন্থ, পৃথ্বী শ, স্টিভ স্মিথ, বেন স্টোকসের মতো দেশি-বিদেশি তারকারা। যদিও এই ম্যাচের ভেন্যু এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।

Find Out More:

Related Articles: