ইডেনেই হবে প্রথম দিন-ভারতের টেস্ট

GHOSH ARPAN

সব জল্পনার অবসান। ভারতের মাটিতে কলকাতার ইডেন গার্ডেনেই হতে চলেছে প্রথম দিন রাতের টেস্ট। সূত্রের খবর, বাংলাদেশ বোর্ড সম্মতি জানিয়েছে ভারতের প্রস্তাবে।

 

বোর্ডের মসনদে বসার পরই টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে দিন-রাতের টেস্টের কথা জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই মতো আসন্ন বাংলাদেশ সিরিজে কলকাতায় যে টেস্ট ম্যাচ হওয়ার কথা সেটা যাতে গোলাপী বলের টেস্ট অর্থাত দিন-রাতের টেস্ট করতে ভারতীয় বোর্ড আগ্রহী, সে কথা বাংলাদেশ বোর্ডকে জানিয়েছিল। এবার সেই প্রস্তাবেই সম্মতি দিল বাংলাদেশ বোর্ড। যা ভারতের মাটিতে ইতিহাস। এককথায় মসনদে বসেই বাজিমাত করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ২২ নভেম্বর থেকে ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। সেই টেস্ট হবে গোলাপি বলে।

 

ইডেনে সংবর্ধনা অনুষ্ঠানের দিনেই গোলাপী বলের টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলির সম্মতি আছে বলে জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টি২০ ক্রিকেট চালু হওয়ায় টেস্ট ক্রিকেট নিয়ে আগ্রহ কমতে দেখা যায়। তাই টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে দিন-রাতের টেস্ট ছিল এককথায় মাস্টার স্ট্রোক। ওপার বাংলার ক্রিকেট বোর্ডের সম্মতি মিলতেই ইতিহাসে পৌঁছে গেল এপার বাংলার ক্রিকেটের নন্দনকানন। বহু ইতিহাসের সাক্ষী ইডেন গার্ডেন্সেই হতে চলেছে দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক দিন-রাতের টেস্ট।

 

অন্যদিকে, ভারতীয় টিমের দুর্দান্ত পারফরম্যান্সের দরুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল শীর্ষে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ওপেনিংয়ে সুপারহিট হওয়ার পর টিম ইন্ডিয়া যেন ক্রমশই অপ্রতিরোধ্য হয়ে উঠছে।



Find Out More:

Related Articles: