পিছিয়ে গেল চিটফান্ড কান্ডে সিবিআই-রাজীব কুমারের মামলার শুনানি!

frame পিছিয়ে গেল চিটফান্ড কান্ডে সিবিআই-রাজীব কুমারের মামলার শুনানি!

Akash Paramanik

ফের কয়েকা দিন পিছিয়ে গেল  কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনা ররাজীব কুমার-সিবিআই মামলার শুনানি। চিটফান্ড মামলায় কলকাতা হাইকোর্ট যে রক্ষাকবচ দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে পিটিশন জমা করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আজ সোমবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সিবিআইয়ের তরফে বলা হয়, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা অন্য একটি গুরুত্বপূর্ণ মামলায় অন্য কোটে ব্যস্ত আছেন। তাই  শুনানি পিছিয়ে দেওয়া হোক। এমনটাই আবেদন করেছিলেন সিবিআই এর তরফে।

এদিন শীর্ষ আদালতে প্রধান বিচারপতি এসএস বোবদের আদালতে মামলার শুনানি হওয়ার কথা ছিল। সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেছে আদালত। চলতি সপ্তাহের আগামী শুক্রবার অর্থাৎ ২৯ নভেম্বর হবে এই মামলার শুনানি।

Find Out More:

Related Articles:

Unable to Load More