করোনা সংক্রমিত বারাক ওবামা!

frame করোনা সংক্রমিত বারাক ওবামা!

A G Bengali
যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার বয়স এখন ৬০। গত শীতের বেশির ভাগ সময় তিনি হাওয়াইতে ছিলেন। সম্প্রতি হাওয়াই থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরেন। এরপরই করোনায় সংক্রমিত হন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কোনো প্রেসিডেন্ট হিসেবে করোনাভাইরাসে সংক্রমিত হলেন ওবামা। এর আগে ওবামার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন। ২০২০ সালের অক্টোবরে স্ত্রী মেলানিয়া-সহ ট্রাম্প যখন করোনায় আক্রান্ত হয়েছিলেন, তখন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছিল তাঁকে। টুইটে ওবামা লিখেছেন- কয়েক দিন ধরেই আমার গলা ব্যথা ছিল। তবে আপাতত ভালো আছি।


অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস, আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ইউক্রেন তো বটেই, তার প্রতিবেশী দেশগুলিকেও এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে হু-র তরফে রাশিয়ার সেনাবাহিনীকে অনুরোধ করা হয়েছে, তারা যেন ইউক্রেনের স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলির কোনও ক্ষতি না করে। দু’দেশের এই যুদ্ধের প্রভাব করোনার বিরুদ্ধে লড়াইয়ে না পড়ে সে দিকটাও খেয়াল রাখার আর্জি জানানো হয়েছে। গত ১৯ দিনে প্রায় ২০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছেন। হু-র আশঙ্কা এঁদের থেকেই সংক্রমণ ছড়ানোর প্রভূত আশঙ্কা রয়েছে। কারণ, প্রথমত, ইউক্রেনের বাসিন্দাদের টিকাকরণের মাত্রা ৩৪ শতাংশ। যা অন্যান্য দেশের নিরিখে অত্যন্ত কম। দ্বিতীয়ত, গত ৩-৯ মার্চ ইউক্রেন এবং সংলগ্ন দেশগুলিতে করোনা সংক্রমণের হার অত্যধিক বেড়েছে। এই ছ’দিনে ইউক্রেন-সহ পড়শি দেশগুলিতে সাত লক্ষ ৯১ হাজার ২১জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ১২ জনের। হু-র মতে এই সংখ্যা উদ্বেগজনক।

Find Out More:

Related Articles:

Unable to Load More