সপ্তাহান্তে বৃষ্টির ইঙ্গিত

A G Bengali
সম্ভাব্য এক ঘূর্ণাবর্তের প্রভাবে ফের এক দফা বৃষ্টি শুধু নয়, রীতিমতো বজ্রগর্ভ মেঘ সৃষ্টির ইঙ্গিত দেখছে হাওয়া অফিস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা দু’ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা-ও দু’ডিগ্রি কম। আবহবিদেরা জানাচ্ছেন, রবিবার কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তেমন বৃষ্টি হবে না। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বৃহস্পতিবার জানান, ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার টানে বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এবং সেই জলীয় বাষ্প থেকেই স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে।

কলকাতায় তাপমাত্রা কিছুটা বাড়লেও আপাতত স্বাভাবিকের নিচে রয়েছে পারদ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ থাকবে। দার্জিলিং, কালিম্পং এ শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বাকি জেলাতে শনিবার আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রবিবার রাজ্যের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। তবে শুক্রবার বিকেল পর্যন্ত পরিষ্কার আবহাওয়া থাকবে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। শনি রবিবার তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলেই জানান হয়েছে।

 

Find Out More:

Related Articles: