রাজ্যে সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে অনেকটাই কমেছে কোভিড পরীক্ষা। কলকাতায় নতুন আক্রান্ত নেমেছে তিন হাজারের নীচে। অন্য দিকে দীর্ঘ দিন পর হাজারের গণ্ডি ছাড়াল উত্তর ২৪ পরগনা দৈনিক আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে আরও ১৩ জেলায় নতুন আক্রান্তে বৃদ্ধি দেখা গেল। রাজ্যে দৈনিক সংক্রমণের হারও আবার লাফিয়ে বেড়ে ২০ শতাংশের কাছে পৌঁছে গেল। বাড়ল মৃত্যুও। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছে ৬ হাজার ৭৮ জন। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ৩ হাজার ছাড়িয়েছিল রবিবার। সোমবার তা থেকে কিছুটা কমে হল ২ হাজার ৮০১। তবে অনেকটা বাড়ল উত্তর ২৪ পরগনায়। ওই জেলায় নতুন করে সংক্রমিত ১ হাজার ৫৭।
অন্যদিকে, পরিস্থিতি বিচার করে সোমবার থেকেই রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। করোনার পাশাপাশি গোটা দেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন ভ্য়ারিয়েন্ট ওমিক্রন। করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে অনেক বেশি সংক্রমক এই প্রজাতিটি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এর মারণ ক্ষমতা খুব বেশি নেই এমনটাই মনে করছেন কলকাতার ন্য়াশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা পি পি মুখোপাধ্যায়। রাজ্য যে ভাবে করোনা ছড়াচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তবে এনিয়ে স্বস্তির বার্তা দিলেন ডাক্তার মুখোপাধ্যায়ের। তাঁর মতে এবার মানুষজন বেশি করে করোনা আক্রান্ত হলেও এর ভয়াবহতা কম। আগের মতো অক্সিজেনের চাহিদা বাড়েনি।