মঙ্গলবার দুপুর ২টোয় সেই মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের কী মতামত রয়েছে, তা জানাতে সময় লাগবে। তিনি বুধবার সকালে এই মামলার শুনানির আর্জি জানান। এর পরই বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, বুধবার সকাল সাড়ে ১০টায় মামলার শুনানি হবে। মঙ্গলবার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ত্রিপুরা পুরভোটের প্রসঙ্গে টেনে বলেন, ‘‘ত্রিপুরাতেও পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। কিন্তু সংবাদমাধ্যমে ভোট পরবর্তী হিংসার খবর আমাদের কারও চোখ এড়ায়নি।’’ তাঁর সওয়াল, ‘‘ত্রিপুরার ক্ষেত্রে সেখানকার রাজ্য নির্বাচন কমিশন নিজেই চেয়েছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী চায়নি। উল্টে রাজ্য নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ ভোট করাতে যথেষ্ট তৎপর। পুলিশও তৎপর রয়েছে।’’ ‘‘ত্রিপুরার ক্ষেত্রে সেখানকার রাজ্য নির্বাচন কমিশন নিজেই চেয়েছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী চায়নি। উল্টে রাজ্য নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ ভোট করাতে যথেষ্ট তৎপর। পুলিশও তৎপর রয়েছে।’’
অন্যদিকে, কলকাতা কর্পোরেশনের ১১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী কাকলি বাগের (Kakali Bag) সমর্থনে মঙ্গলবার নিউ আলিপুর স্টেট ব্যাংক পার্ক থেকে হুড খোলা গাড়িতে প্রার্থীকে নিয়ে প্রচারে বেরোন পার্থ চট্টোপাধ্যায়। প্রচারে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় সিঙ্গুরে (Singur) বিজেপির ধরনা সম্পর্কে বলেন যে ভোটের সময় লোকে ভোট করে। সেখানে কলকাতা কর্পোরেশনের (KMC) ভোটের সময়ে মাঠ ছেড়ে বিজেপি অন্য জায়গায় গেছে। এটার মানে তারা বুঝে নিয়েছে যে নির্বাচনে তারা শুন্য পাবে।