কোভিড বিধি কতদিন চলবে ?
অন্যদিকে, গতকালের চেয়ে রাজ্যে বাড়ল মৃতের সংখ্যাও। বুধবার ১০ থেকে তা বেড়ে হল ১৪। শুধু তাই নয় উত্তর ২৪ পরগনা জেলায় ফের একশো ছাড়াল দৈনিক কোভিড আক্রান্ত। গত ৬ জুলাই নেমেছিল একশোর নীচে। স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, বুধবার সংক্রমিতের সংখ্যা ৮১৫। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৬৬২ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৫ হাজার ১১২ জনের। সংক্রমণ হার ১.৮১%। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৮১। ১১৪ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। সেই ৬ জুলাইয়ের পর ফের একশোর উপরে উঠল দৈনিক সংক্রমণ। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৯, ৪৫ ও ৮০। উত্তরের ৩ জেলা- কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৩৯, ৬২ ও ৪২। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৫৯ ও ৩৮ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১১ হাজার ৩৭০ জন।