পেগাসাস ‘হ্যাক’ কাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার

A G Bengali
পেগাসাস ‘হ্যাক’ কাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। সেই কমিশনে থাকছেন সুপ্রিম কোর্টের বিচারপতি (অবসরপ্রাপ্ত) এমবি লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (অবসরপ্রাপ্ত) জ্যোতির্ময় ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ‘মোবাইল ফোনের অবৈধ হ্যাকিং বা ট্র্যাকিং বা রেকর্ডিং’ নিয়ে তদন্ত করবে সেই কমিশন। প্রথম কোনও রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে পেগাসাস কাণ্ডে গঠিত হল তদন্ত কমিশন। সোমবার রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠকে কমিশন গঠনের প্রস্তাবে সিলমোহর পড়ল।

তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। মুখ্যমন্ত্রী পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই বাংলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্ব বাড়াতে শুরু করেছে তৃণমূল। পেগাসাস সহ নানা ইস্যুতে বিরোধী দলকে ঐক্যবদ্ধ করতে এবার দিল্লি উড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেগাসাস ইস্যু নিয়ে কেন্দ্র সরকারের ভূমিকায় প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুকে ওয়াটারগেটের থেকেও বড় কেলেঙ্কারী বলে আখ্যা দিয়েছেন তিনি। ফলে বাংলার এই তদন্ত কমিটি তাঁর সেই সর্বাত্মক বিরোধীতা আরও জোরদার করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর এরপরই বাংলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্ব বাড়াতে শুরু করেছে তৃণমূল। পেগাসাস সহ নানা ইস্যুতে বিরোধী দলকে ঐক্যবদ্ধ করতে এবার দিল্লি উড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেগাসাস ইস্যু নিয়ে কেন্দ্র সরকারের ভূমিকায় প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুকে ওয়াটারগেটের থেকেও বড় কেলেঙ্কারী বলে আখ্যা দিয়েছেন তিনি। ফলে বাংলার এই তদন্ত কমিটি তাঁর সেই সর্বাত্মক বিরোধীতা আরও জোরদার করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Find Out More:

Related Articles: