খুলল কালীঘাট মন্দির

A G Bengali
একমাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ আবার খুলল কালীঘাট মন্দির। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গর্ভগৃহে প্রবেশের অনুমতি থাকছে না।
কী কী করোনাবিধি রয়েছে জেনে নিন -
* সকাল ৬টা থেকে ১২ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির
* মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ
* শারীরিক দূরত্ব মেনে পুজোর লাইনে দাঁড়াতে হবে
* পুজো দেওয়ার ক্ষেত্রে কোনও বিধি নিষেধ রাখা হয়নি। পুজোর ডালা নিয়ে প্রবেশ করতে পারবেন ভক্তরা
* এখনই মন্দিরের গর্ভগৃহে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না
প্রসঙ্গত, কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ১৭ মে থেকে কড়া সরকারি বিধিনিষেধ জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনে মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল টেম্পল কমিটি। তবে রাজ্যে সংক্রমণ কমতে থাকায় গত সপ্তাহেই তারকেশ্বর এবং তারাপীঠের মন্দির খোলা হয়েছে। সেখানে সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত‍ মন্দির খোলা রাখা হচ্ছে। এরপরেই ভক্তরা চাইচিলেন কালীঘাটও তাঁদের জন্য খুলে দেওয়া হোক। কালীঘাট টেম্পল কমিটিও বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল। তার পরেই বৈঠকে বসে দিনে ছ’ঘন্টার জন্য মন্দির খোলার সিদ্ধান্ত নেয় কমিটি। এরপরেই ভক্তরা চাইচিলেন কালীঘাটও তাঁদের জন্য খুলে দেওয়া হোক। কালীঘাট টেম্পল কমিটিও বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল। তার পরেই বৈঠকে বসে দিনে ছ’ঘন্টার জন্য মন্দির খোলার সিদ্ধান্ত নেয় কমিটি।

Find Out More:

Related Articles: