বুধবার সকাল পৌনে ১১টা নাগাদ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শপথ নেবেন মমতা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই এই অনুষ্ঠান অনাড়ম্বর রাখার কথা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। তবে নীলবাড়ির লড়াইয়ে যুযুধান একাধিক বিরোধীরাও অনুষ্ঠানের অতিথি তালিকায় রয়েছেন। বাকি বিধায়কেরা ৬ ও ৭ মে-তে শপথ নেবেন। দিনতিনেকের সব অনুষ্ঠানই কঠোর ভাবে কোভিড প্রোটোকল মেনে আয়োজিত হবে। সব চেয়ে সিনিয়র বিধায়ক হিসেবে প্রোটেম স্পিকার নির্বাচিত হবেন সুব্রত মুখোপাধ্যায়। তিনিই বুধবার শপথানুষ্ঠান পরিচালনা করবেন।
তবে শপথ গ্রহণের অনুষ্ঠানে কোন কোন অথিতি আমন্ত্রিত হয়েছেন ?
সূত্রের খবর, রাজনৈতিক সৌজন্য মেনেই ওই অনুষ্ঠানে আমন্ত্রণপত্র পাঠানো হবে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিদায়ী বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, গত বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। যদিও মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানের কোনও আমন্ত্রণপত্র তাঁর কাছে এসে পৌঁছয়নি বলে মঙ্গলবার জানিয়েছেন অধীর। কিন্তু সব চেয়ে বড় চমক সম্ভবত সৌরভ গঙ্গোপাধ্যায়। বিজেপি জিতলে সৌরভ বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মুখ হতে চলেছেন, এমন একটা কথা বহুদিন ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল। সেই প্রেক্ষিতে মমতার শপথে সৌরভের থাকাটা দারুণ ছবি হতে চলেছে। শপথ নেওয়ার পরে নবান্নে মমতাকে গার্ড অফ অনার দেওয়া হবে।