প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা। ক্রমশই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে রাজ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। দেখে নেওয়া যাক কী কী নির্দেশিকা জারি করা হয়েছে - ১) বাড়ির বাইরে পা রাখলে, বাস-ট্রেন বা গাড়ি, যে ভাবেই যাতায়াত করা হোক না কেন, সব ক্ষেত্রেই মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। ২) বিভিন্ন অফিসে, প্রতিষ্ঠানে, কমপ্লেক্সে, যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষের আনাগোনা রয়েছে , সেখানে সপ্তাহে একবার স্যানিটাইজেশন করতে হবে। ৩) সমস্ত বাজারগুলিকে স্যানিটাইজেশন করতে হবে।৪) বাজার, গণপরিবহণ ও ব্যক্তিগত গাড়িতেও যাত্রা করার সময় পরতে হবে মাস্ক। ৫) দোকান, বাজার, বাণিজ্যিক প্রতিষ্ঠাণে, কাজের জায়গায় যেন একসঙ্গে অনেক মানুষ কাজ না করে। একসঙ্গে বেশি মানুষের ভিড় যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ৬) রাজ্য সরকারি অফিসগুলিতে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। কর্মীদের ঘুরিয়ে ফিরিয়ে অফিসে আনতে হবে৷
৭) বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ওয়ার্ক ফর্ম হোমের ব্যবস্থা করতে হবে। ৮)কর্মস্থলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে নিশ্চিত করতে হবে যাতে কর্মীরা মাস্ক পরেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন৷ ৯) শপিং মল, মাল্টিপ্লেক্স, হোটেল, রেস্তোরাঁতে আগের মতোই প্রবেশ এবং বাইরে যাওয়ার পথে স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, থার্মাল স্ক্যানিং-এর ব্যবস্থা রাখা বাধ্যতামূলক৷ ১০) স্টেডিয়াম এবং সুইমিং পুলগুলিকে আগের নির্দেশ মতোই সতর্কতা মেনে চলতে হবে। ১১) কোনও রকম অসতর্কতা এবং বিধি লঙ্ঘন চোখে পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে।