শুভেন্দুর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা এবং বুলেটপ্রুফ গাড়ি

frame শুভেন্দুর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা এবং বুলেটপ্রুফ গাড়ি

A G Bengali
আনন্দবাজারের খবর অনুযায়ী, রাজ্যের তিনটি দফতরের মন্ত্রী শুভেন্দু এর আগে ‘জেড প্লাস’ ক্যাটিগরির নিরাপত্তা পেতেন রাজ্যের তরফে। কিন্তু মন্ত্রিত্বে ইস্তফা দেওয়ার অব্যবহিত আগে তিনি রাজ্যের সেই নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন। যদিও রাজ্য পুলিশ ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে তাঁকে নিরাপত্তা দিত। এখনও দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, এ বার কেন্দ্রের তরফে তাঁকে বুলেটপ্রুফ গাড়ি-সহ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনও ফলিত স্তরে তাঁর সঙ্গে সেই নিরাপত্তা বা গাড়ি দেখা যাচ্ছে না। শুভেন্দুর-ঘনিষ্ঠ এক নেতা সোমবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে জানিয়েছেন, ‘‘দাদা অন্য কোথাও যোগ দেওয়ার আগে নীতিগত ভাবে কারও দেওয়া কোনও নিরাপত্তা নেবেন না। এর বেশি কিছু আমি বলতে পারছি না।’’ 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের স্পেশাল ইনটেলিজেন্স ব্যুরোর (এসআইবি। তারাই নিরাপত্তার বিষয়টি দেখভাল করে) কাছে ওই মর্মে দিল্লি থেকে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবারেই সেই নির্দেশ এসে পৌঁছেছে। রাজনৈতিক মহলের একাংশ এর মধ্যে অবশ্য ‘রাজনীতির বার্তা’ই দেখছে। তাদের মতে, এই সিদ্ধান্তের মারফত এটা স্পষ্ট যে, শুভেন্দু কোন দলে যোগ দিতে চলেছেন। প্রসঙ্গত, তৃণমূলের নেতা মুকুল রায় যখন দলত্যাগ করেছিলেন, তখন তিনিও রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন। তার পর তাঁকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। 

Find Out More:

Related Articles:

Unable to Load More