‘কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু রাজ্যে

A G Bengali
করোনা তথ্য এবার এক ক্লিকেই। বৃহস্পতিবার নবান্নে একথা জানালেন রাজ্যের মুথ্যসচিব রাজীব সিনহা।  তিনি জানান, করোনা পরিস্থিতির মোকাবিলায় ‘কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে নয়া পদ্ধতি চালু করেছে রাজ্য সরকার। ‘কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ ঠিক কী, এ দিন তারও ব্যাখ্যা দিয়েছেন মুখ্যসচিব। করোনা রোগী, যাঁরা হাসপাতালে ভর্তি, তাঁদের সমস্ত তথ্য এ বার রাজ্য সরকারের নতুন সিস্টেমে জানা যাবে। এই তাঁর কথায়, ‘‘কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামে ওই ইন্টারনেট গাইডলাইনে রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে যুক্ত করা হয়েছে। কয়েক দিন পরে সাধারণ মানুষও ওই তথ্য দেখতে পাবে।’’ করোনা সংক্রমণের আবহে আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে রাজ্য সরকারের কুচকাওয়াজ বাতিল হলেও সামান্য কিছু অনুষ্ঠান হবে বলে আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কিছু কোভিড ওয়ারিয়র আসবেন। সামাজিক দূরত্ব বজায় রেখেই তাঁদের সংবর্ধনা জানানো হবে।’’ পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন,করোনা আক্রান্তদের সাহায্য করতে গিয়েই বেশ করেকজন পুলিশকর্মী সংক্রামিত হয়েছেন। তাঁরা কথায়, ‘‘যাঁরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁদের বলি, এটা রাজনীতি করার সময় নয়।’’ 

Find Out More:

Related Articles: