তৃণমূলের রাজ্য কমিটিতে ছত্রধর মাহাতো

A G Bengali

একুশের বিধানসভা লড়াইয়ের আগে সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল ঘটল রাজ্যের শাসক শিবিরে। কার্যত ঢেলে সাজানো হচ্ছে সংগঠনকে। মাওবাদী সন্দেহে দীর্ঘকাল জেলবন্দি থাকার পর গত বছর মুক্ত হওয়া ছত্রধর মাহাতোকে (Chhatradhar Mahato) সরাসরি নিয়ে আসা হল তৃণমূলের রাজ্য কমিটিতে। দেওয়া হল সম্পাদকের পদ। এদিন ২১ জনের নতুন রাজ্য সমন্বয় কমিটি ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে ৭ জনের একটি স্টিয়ারিং কমিটি। রাজ্য সমন্বয় কমিটির উপরে থাকবে এই স্টিয়ারিং কমিটি। দেখে নেওয়া যাক তৃণমূলের সাংগঠনিক পরিবর্তনের তালিকা -

রাজ্য সমন্বয় কমিটি

১ সুব্রত বক্সি, প্রেসিডেন্ট

২ পার্থ চট্টোপাধ্যায়, ক্যাবিনেট মন্ত্রী

৩ সুব্রত মুখোপাধ্যায়, ক্যাবিনেট মন্ত্রী

৪ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লোকসভা সাংসদ

৫ শুভেন্দু অধিকারী, ক্যাবিনেট মন্ত্রী

৬ অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভা সাংসদ

৭ সাধন পাণ্ডে, ক্যাবিনেট মন্ত্রী

৮ ফিরহাদ হাকিম, ক্যাবিনেট মন্ত্রী

৯ অরূপ বিশ্বাস, ক্যাবিনেট মন্ত্রী

১০ গৌতম দেব, ক্যাবিনেট মন্ত্রী

১১ কাকলি ঘোষ দোস্তিদার, লোকসভা সাংসদ

১২ শান্তা ছেত্রী, রাজ্যসভা সাংসদ

১৩ অর্পিতা ঘোষ, রাজ্যসভা সাংসদ

১৪ নাদিমুল হক, রাজ্যসভা সাংসদ

১৫ হিতেন বর্মন, প্রাক্তন লোকসভা সাংসদ

১৬ মমতা ঠাকুর, প্রাক্তন লোকসভা সাংসদ

১৭ মৃগাঙ্ক মাহাতো, প্রাক্তন লোকসভা সাংসদ

১৮ বিবেক গুপ্ত, প্রাক্তন রাজ্যসভা সাংসদ

১৯ দেবু টুডু, উপজাতি সেলের প্রাক্তন সভাপতি

২০ সুদীপ বন্দ্যোপাধ্যায়, লোকসভার দলনেতা

২১ ডেরেক ও ব্রায়েন, রাজ্যসভার দলনেতা

স্টিয়ারিং কমিটি

১ সুব্রত বক্সি, প্রেসিডেন্ট

২ পার্থ চট্টোপাধ্যায়, ক্যাবিনেট মন্ত্রী

৩ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লোকসভা সাংসদ

৪ শুভেন্দু অধিকারী, ক্যাবিনেট মন্ত্রী

৫ অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভা সাংসদ

৬ ফিরহাদ হাকিম, ক্যাবিনেট মন্ত্রী

৭ শান্তা ছেত্রী, রাজ্যসভা সাংসদ

Find Out More:

Related Articles: