আমফান! বাংলার জন্য প্রার্থনা শাহরুখ খানের

A G Bengali

পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আমফানের প্রভাব করোনভাইরাস মহামারীর চেয়েও মারাত্মক! বুধবার সন্ধ্যায় নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড় আমফানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, ‘‘দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে...বাড়িঘর, নদী বাঁধ ভেঙে গিয়েছে, ক্ষেত ভেসে গিয়েছে।’’ তখনও পর্য়ন্ত ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর এসেছে নবান্নে, জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আজকে যেটা হল তা ১৯৩৭ সালের কথা মনে করিয়ে দিল। কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে। আজকে যে তাণ্ডব দেখেছি তাতে খুব আঘাত পেয়েছি। এই পরিস্থিতিতে বাংলা এবং ওড়িশার মানুষ শিগিগিরই বেরিয়ে আসতে পারেন, তার জন্য প্রার্থনা করলেন শাহরুখ খান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শাহরুখ বলেন, আমফানের দাপটে যাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন, বাংলা এবং ওড়িশার সেই সমস্ত মানুষের পশে রয়েছেন তিনি। আমফানে যে ক্ষতি হয়েছে, সেই খবর তাঁকে নাড়িয়ে দিয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
Let’s support the brave health officials and medical teams that are leading the fight against the coronavirus by contributing towards supplies and personal protective equipment (PPE). ‪https://milaap.org/fundraisers/help-meer-to-support-healthcare-heroes

A post shared by Shah Rukh Khan (@iamsrk) on

Find Out More:

Related Articles: