মন্নতের ব্যালকনিতে চেনা মেজাজে শাহরুখ

A G Bengali
ইদের দিন মন্নতের ব্যালকনিতে দেখা দেন শাহরুখ, হাত নাড়েন ভক্তদের উদ্দেশে। দূর থেকেই জানান, ‘ইদ মোবারক’। এটাই বাদশাহী রীতি, যদিও গত দু-বছর করোনার জেরে তাল কেটেছে এই ঐতিহ্যে। এই বছর মন্নত-এর ব্যালকনিতে কি দর্শন দেবেন শাহরুখ? তেমন কোনও ইঙ্গিত ছিল না, তবুও শুধুমাত্র এক ঝলক শাহরুখ খানকে দেখতেই কয়েক শো মানুষের ভিড়। না, হতাশ করলেন না কিং খান। ভক্তদের ডাক কানে পৌঁছেছিল বাদশার, সন্ধ্যা সাড়ে ছ'টার পর পড়ন্ত বিকালের আলো গায়ে মেখে মন্নতের ব্যালকনিতে উঠলেন শাহরুখ। ‘শাহরুখ তোমাকে ভালোবাসি’, হাতে এমন প্ল্যাকার্ড নিয়ে দেশের নানান প্রান্তের ফ্যানেরা পৌঁছেছেন মন্নতের বাইরে। এই বিপুল পরিমাণ ভক্তদের জমায়েতের জেরে মন্নত সংলগ্ন রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে হিমসিম খাচ্ছে পুলিশ।

অন্যদিকে, এবছর কান চলচ্চিত্র উৎসবের(Cannes Film Festival) ক্লাসিক সেকশনে প্রদর্শিত হতে চলেছে সত্যজিৎ রাযের(Satyajit Ray) ছবি 'প্রতিদ্বন্দ্বী'(Pratidwandi)। ১৮ মে প্রদর্শিত হবে ছবিটি। সত্যজিৎ রায়ের তৈরি কলকাতা ত্রয়ীর প্রথম ছবি প্রতিদ্বন্দ্বী। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত 'প্রতিদ্বন্দ্বী' ষাটের দশকে কলকাতা শহরের অস্থির সময়ের সূক্ষ্ম প্রতিচ্ছবি। প্রিয়া ফিল্মসের এই ছবির বেশি স্ক্রিনিং হয়নি বলে জানান প্রিয়া ফিল্মসের কর্ণধার অরিজিৎ দত্ত। তাই কান ফিল্ম ফেস্টিভালের পক্ষ থেকে এই ছবি প্রদর্শনের খবর পেয়ে আনন্দিত তাঁরা। পুণে ফিল্ম আর্কাইভ এই ছবি সংরক্ষণ করে। রেস্ট্রোরেশনের পর এই প্রথম কোনও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে 'প্রতিদ্বন্দ্বী'। 

Find Out More:

Related Articles: