করোনা আপডেট : রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে ৯৯
বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। আর আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্যকে জানিয়েছেন দেশের মধ্যে সবচেয়ে করোনা মৃত্যুর হার বাংলাতেই বেশি। ১৩.২ শতাংশ। ৯ মে রাজ্যের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আর ১১ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। একই সঙ্গে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে, ১ হাজার ৭৮৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৪৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৭২ জন। স্বরাষ্ট্রসচিবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা টেস্ট হয়েছে ৩ হাজার ৬০১ জনের। এখনও পর্যন্ত রাজ্যে ৩৯ হাজার ৩৬০ জনের কোভিড-১৯ টেস্ট হয়েছে।
অন্যদিকে, করোনা-পরিস্থিতিতে রাজ্যে পুরভোট আপাতত স্থগিত। বৃহস্পতিবারই শেষ হয়েছে কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ। কী করবে রাজ্য সরকার, তা নিয়ে জল্পনা চলছিল। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর বুধবার একটি নির্দেশনামা জারি করে এই প্রশাসক বোর্ড গঠন করেছে। ৮ মে অর্থাৎ শুক্রবার থেকেই এই নতুন বোর্ড কার্যভার গ্রহণ করেছে। রাজ্য সরকারের জারি করা নির্দেশনামার ভিত্তিতে মেয়র এবং মেয়র পারিষদরা কর্মক্ষম থেকে গেলেও কাউন্সিলররা কিন্তু সকলেই এখন প্রাক্তন। যত দিন না পরবর্তী নির্বাচন হচ্ছে, তত দিন কলকাতা পুরসভার সব ওয়ার্ডই কাউন্সিলর-শূন্য অবস্থাতেই থাকতে চলেছে। কিন্তু তৃণমূল সূত্রের খবর, কাউন্সিলরদের অকেজো করে দিতে চাইছে না দল। আপাতত লকডাউন এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং সংক্রান্ত নানা বিধিনিষেধের কারণে নির্বাচন হল না ঠিকই, কিন্তু কয়েক মাস পরে নির্বাচনে যেতে হতে পারে।