আহমেদ পটেলের সঙ্গে নীতিন গড়কড়ির বৈঠক ঘিরে জল্পনা ! সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ নেতার সঙ্গে কেন বৈঠক করলেন আরএসএস ঘনিষ্ঠ গড়কড়ি জানতে হলে

Paramanik Akash
মহারাষ্ট্রে যখন রাউত-পওয়ারের বৈঠক নিয়ে  জল্পনা চলছে ঠিক তখনই বুধবার সকালে কংগ্রেস নেতা ও রাজ্যসভার সদস্য আহমেদ পটেল নিতিন গডকড়ীর বাড়ি গিয়ে বৈঠক করেন বলে সংবাদে প্রকাশ । আহমেদ পটেল সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব । তাঁর গুরুত্বপূর্ণ কংগ্রেস নেতা হঠাৎ গড়কড়ির সঙ্গে কেন বৈঠক করলেন তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে ।
কারল মহারাষ্ট্রের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে আরএসএস যখন নিতিন গডকড়ীকে কাজে লাগানোর চিন্তাভাবনা শুরু করেছে, ঠিক তখনই এই বিষয়টি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও এ ব্যাপারে পটেল সাংবাদিকদের বলেন, সরকার গঠন নিয়ে তাঁদের মধ্যে কোনও আলোচনাই হয়নি। মঙ্গলবার দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয় আরএসএস প্রধান মোহন ভাগবতের।
সূত্রের খবর, সেই বৈঠকে রাজ্যের অচলাবস্থা কাটানোর পরামর্শ দেওয়া হয় ফডণবীসকে। সামনেই অযোধ্যা মামলার রায়। বিশেষজ্ঞরা বলছেন, তাই যত দ্রুত সম্ভব এর সামধান চাইছে আরএসএস। সূত্রের খবর, বিজেপি-শিবসেনার সম্পর্কের বরফ গলাতে নিতিন গডকড়ীকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সঙ্ঘ। আরএসএস-এর সঙ্গে যথেষ্ট ভাল সম্পর্ক গডকড়ীর। সঙ্ঘের ‘গুড বুক’-এও রয়েছেন তিনি। কিন্তু এ দিন আহমেদ পটেলের ঘটনা মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজীনীতির চিত্রে নতুন একটা মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
গড়কড়ির সঙ্গে কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতার সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে । অনেকে মনে করছেন মহারাষ্ট্রে সরকার গড়ার জন্য কংগ্রেস যাতে শিবসেনাকে সমর্থন না করে সে ব্যাপারে কথা বলার জন্যই হয়তো আহমেদের পটেলের সঙ্গে বৈঠক করেন নীতিন গড়কড়ি ।


Find Out More:

Related Articles: