যোগী রাজ্যে এক মহিলাকে গণধর্ষণ করে ভিডিও ভাইরাল করা হল , পুলিশে অভিযোগ জানানো সত্ত্বে নিরব প্রশাসন

Paramanik Akash
যোগী আদিত্যনাথের তথাকথিত রাম রাজ্যে আবার নারী আক্রান্ত । আক্রান্ত নারী ভিডিয়ো ভাইরাল হল ইন্টারনেটে । জানা গেছে উত্তরপ্রদেশের মউ থানা এলাকায়  পরিবারের অন্য সদস্যদের গাছে বেধে এক মহিলার গণধর্ষণ করা হয় বলে অভিযোগ । অভিযোগ ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয়ে পুলিশ নিরব। নির্যাতিতার অভিযোগ ধর্ষণের ভিডিয়ো ভাইরাল হলেও পুলিশ কেবল অভিযোগ দায়ের করেই দায় সেরেছে।
ঘটনার বিবরণে জানা গেছে ,পরিবারে অন্য সদস্যদের সঙ্গে সোমবার এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন ওই মহিলা। সেখানে পথে তাঁদের আটকায় ছয় দুষ্কৃতী। পরিবারে অন্য সদস্যদের গাছের সঙ্গে বেঁধে ফলে তারা। তারপর ওই মহিলাকে গণধর্ষণ করা হয়। সেই ঘটনার ভিডিয়ো রেকর্ড করে রাখে দুষ্কৃতীরা।
ঘটনার পর মউ থানায় অভিযোগ জানাতে যান নির্যাতিতা ও তাঁর পরিবার। নির্যাতিতার অভিযোগ সেখানে গিয়ে তিনি উপস্থিত পুলিশ অফিসারদের গোটা ঘটনা জানান। কিন্তু তাঁরা গুরুত্বই দেননি। উল্টে তাঁদের বাকাঝকা করে সেখান থেকে কার্যত তাড়িয়ে দেন।
ওই ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিয়ো শুক্রবার ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তারপর ফের পুলিশে দ্বারস্থ হন নির্যাতিতা। এবার তিনি বিষয়টি নিয়ে বাঁদা জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান। তারপর পুলিশ একটি অভিযোগ দায়ের করে ওই ছয় অভিযুক্তের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হওয়ার পর নির্যাতিতার মেডিকেল টেস্টও করা হয়। যোগী রাজ্যে এক মহিলাকে গণধর্ষণ করে ভিডিও ভাইরাল করা হল , পুলিশে অভিযোগ জানানো সত্ত্বে নিরব প্রশাসন


Find Out More:

mou

Related Articles: