‘‘কারও প্রতি সঙ্ঘের কোনও বিদ্বেষ নেই। একটি সুস্থ সমাজ গড়ে তোলার জন্যে আমাদের এগিয়ে আসতে হবে’’ : মোহন ভাগবত

Paramanik Akash
‘ হিন্দু ‘ কোন ধর্ম বা ভাষা নয় । হিন্দু হল একটি সংস্কৃতি । দেশের সব বাসিন্দাই এই সংস্কৃতির অংশ। আর হিন্দু সংস্কৃতির জন্যই ভারতীয় মুসলিমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে ভালো আছে । গতকাল শনিবার ওড়িশায় বুদ্ধিজীবীদের সঙ্গে এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত এ কথা বলেছেন ।
তিনি আরও বলেছেন , ‘‘কারও প্রতি সঙ্ঘের কোনও বিদ্বেষ নেই। একটি সুস্থ সমাজ গড়ে তোলার জন্যে আমাদের এগিয়ে আসতে হবে’’।
উল্লেখ্য , মোহন ভাগবত দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতামত বিনিময় করছেন । সেই কর্মসূচি অংশ হিসাবে শনিবার তিনি ওড়িশায় বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করেন । সেখানে তিনি বলেন , ‘‘অতীতে ভবঘুরে ইহুদিদের জায়গা দিয়েছে ভারত। ঠাঁই হয়েছে পার্সিদের। এর কারণ ওই হিন্দু সংস্কৃতি। ঠিক একই ভাবে হিন্দু ভাবাদর্শের সৌজন্যেই ভারতে অন্যান্য জায়গার তুলনায় ভাল রয়েছেন মুসলমানরা।’’ একই সঙ্গে দশেরা অনুষ্ঠানে গণতান্ত্রিক দেশে মানুষের বাক স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে সংঘ প্রধান বলেন, আরএসএস কর্মীরা সীমা মেনেই কাজ করে থাকে । সম্প্রতি জয় শ্রীরাম ধ্বনি দিয়ে গণপিটুনি বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ প্রার্থণা করেছিলেন দেশের ৫০ বিশিষ্ট ব্যক্তি । তাঁদের বিরুদ্ধেই দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে । তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বির্তক । আর এই বিতর্কে বেশ খানিকটা অস্বস্তি শাসক দল বিজেপি এবং আরএসএস । আজ সংঘ প্রধানের ভাষণে বিষয়টি চলে আসে ।


Find Out More:

Related Articles: