২৫ দিন পর প্রকাশ্যে এলেন রাজীব কুমার !

frame ২৫ দিন পর প্রকাশ্যে এলেন রাজীব কুমার !

Paramanik Akash
রাজীব কুমার প্রকাশ্যে এলেন । মঙ্গলবার কলকাতা হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন । দীর্ঘ ২৫ দিন পর আজ বৃহস্পতিবার তিনি আলিপুর আদালতে এলেন । হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ দিন তিনি আলিপুর আদালত থেকে দুই জামিনদারের মাধ্যমে আগাম জামিন নিশ্চিত করেন।
হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরে নিম্ন আদালত থেকে তা নিশ্চিত করতে এক মাস সময় দেওয়া হয়েছিল। আগাম জামিন পাওয়ার পর আইনজীবীদের মত, এ বার তাঁর কাজে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। তাঁকে গ্রেফতার না করার যে ‘রক্ষাকবচ’ হাইকোর্টে ছিল, তা উঠে যাওয়ার পরই রাজীব কুমারকে সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যে নোটিস পাঠানো হয়েছিল।
সিবিআই-র নোটিশ পাওয়ার পরেই হঠাৎ রাজীব কুমার অন্তরালে চলে যান । সিবিআই বহু চেষ্টা করেও তাঁর নাগাল পায়নি । শেষ পর্যন্ত তিনি নিম্ন আদালতে জামিনের আবেদন করেন । কিন্ত নিম্ন আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন । ডিভিশন বেঞ্চ তাঁর আগাম জামিন মঞ্জুর করেন । মনে করা হচ্ছে তিনি এবার সিআইডি দফতরে কাজে যোগ দেবেন । এতদিন সিবিআই হন্নে হয়ে ঘুরেছে রাজিব কুমারের জন্য । এক সময় কোর্টের অর্ডার বেরিয়েছিল । রাজিব কুমারের গ্রেপ্তারের অনুমতি পেয়ে , সব জায়গায় খজা খুজি করে , সিবিআই । কোথাও বাকি রাখেনি নবান্ন থেকে রাজিবের স্ত্রী ।


Find Out More:

Related Articles:

Unable to Load More