মুখ্যমন্ত্রী বলেন , ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে খুব ভাল আলোচনা হয়েছে।’’ কী নিয়ে হল কথা?

Paramanik Akash
নরেন্দ্র মোদী দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম তাঁর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন । আজ দেখা করলেন । চল্লিশ মিনিট বৈঠক করলেন প্রধানমন্ত্রীর বাসভবনে । বৈঠক শেষ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । তবে কোনো রাজনৈতিক প্রশ্ন কিংবা বির্তকিত বিষয় মমতা এড়িয়ে গেছেন । এদিন মুখ্যমন্ত্রী বলেন , ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে খুব ভাল আলোচনা হয়েছে।’’ কী নিয়ে হল কথা? সরকারের সঙ্গে সরকারের বৈঠক, তাই কোনও রাজনৈতিক কথা হয়নি, বললেন মমতা। আর জানালেন, বীরভূমের দেউচা-পাচামিতে কয়লা ব্লকের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আরও জানালেন যে, আগামী কাল যদি অমিত শাহ সময় দেন, তা হলে বৈঠক করবেন তাঁর সঙ্গেও।
তিনি আরও বলেন, ‘‘নরেন্দ্র মোদী দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পরে দিল্লিতে আসা হয়নি।’’ তাই এই বৈঠকে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু দাবি প্রধানমন্ত্রীর সামনে পেশ করেছেন।
কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকার সাড়ে ১৩ হাজার কোটি টাকা পায় বলে মুখ্যমন্ত্রী জানান। সে বিষয়ে বৈঠকে কথা হয়েছে বলেও জানান তিনি। মমতা আরও বলেন যে, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রসঙ্গেও আলোচনা হয়েছে। রাজ্যের নাম বদলে ‘বাংলা’ করার সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ বিধানসভা আগেই সিলমোহর দিয়েছে। কিন্তু কেন্দ্র তা নিয়ে এখনও কোনও হেলদোল দেখায়নি। বিষয়টি নিয়ে কেন্দ্র কী ভাবছে, কেন্দ্রের কোনও প্রস্তাব রয়েছে কি না, তা রাজ্য সরকারকে জানানো হোক— প্রধানমন্ত্রীকে এই রকমই অনুরোধ তিনি করেছেন বলে মুখ্যমন্ত্রী জানান। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয়ে ভারত সরকারের যদি কোনও পরামর্শ বা প্রস্তাব থাকে, তা মানতে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই— সংবাদমাধ্যমের সামনে এ দিন সে কথা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বীরভূমের দেউচা-পাচামিতে যে বিশাল কয়লা ব্লক পাওয়া গিয়েছে, তা থেকে কয়লা খননের ভার রাজ্য সরকারকেই দিয়েছে কেন্দ্র। সে কথা মনে করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ওই কয়লা ব্লকের উদ্বোধনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী মোদীকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানান যে, পুজো, নবরাত্রি সব মিটে যাওয়ার পরে যদি তিনি সময় পান, তা হলে বাংলায় যাওয়ার জন্য অনুরোধ করেছেন। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই দেউচা-পাচামি কয়লা ব্লকের উদ্বোধন করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করতে চান। মমতা বলেন, ‘‘উনি (অমিত শাহ) দিল্লিতে নেই, ঝাড়খণ্ডে রয়েছেন শুনলাম। যদি কালকে (বৃহস্পতিবার) দিল্লিতে থাকেন, যদি সময় দেন তা হলে তাঁর সঙ্গেও দেখা করতে চাই।’’ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চাওয়াও প্রশাসনিক সৌজন্যের খাতিরেই এবং এর আগে তিনি যখনই দিল্লি সফর করেছেন, তখনই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করেছেন— এমনও এ দিন বলেন মমতা। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, অমিত শাহের সঙ্গে দেখা করা রাজনৈতিক কারণেই বেশি জরুরি মমতার জন্য। কারণ অমিত শাহ শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, বিজেপি সভাপতিও। আর বর্তমানে অমিত শাহ বিজেপিতে মোদীর চেয়েও কট্টরবাদী মুখ হিসেবে পরিচিত। তাই কেন্দ্রীয় সরকারকে সন্তুষ্ট রাখার প্রয়োজনীয়তা যদি সত্যিই অনুভব করেন মমতা, তা হলে অমিত শাহের সঙ্গে সুসম্পর্ক রাখাটাও জরুরি। সেই কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে শাহের সঙ্গেও মমতা দেখা করতে চেয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ওই অংশ মনে করছে।
এনআরসি প্রসঙ্গে তিনি বলেন , অসমে এনআরসি হয়েছে অসম চুক্তির জন্য । বাংলায় এনআরসি নিয়ে কোনো কথা প্রধানমন্ত্রীর সঙ্গে আজ হয়নি । এটা একদিনে হয় না । আলোচন চলতে থাকবে বলে মুখ্যমন্ত্রী এদিন মন্তব্য করেন । তবে রাজীব কুমার প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি ।


Find Out More:

Related Articles: