বিষ্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী

Paramanik Akash
ভয়াবহ বিষ্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী। রাজধানীর পূর্বে একটি হাই-সিকিউরিটি জোনে একটি গাড়িতে বিষ্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় কমপক্ষে ১০ জনের আহত হয়েছেন ২০। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা গিয়েছে,আজ বৃহস্পতিবার সকালে আফগানিস্তানের গ্রিন জোন সংলগ্ন শসা দারকে অঞ্চলে এই বিষ্ফোরণ ঘটে। যে এলাকায় বিষ্ফোরণ ঘটে তার কিছুটা দূরে রয়েছে  মার্কিন দূতাবাস এবং অন্যান্য অফিস। এবং সেদেশের জাতীয় সুরক্ষা দপ্তর।
এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নসরত রহিমি বলেছেন, কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের সাথে শান্তির আলোচনায় করার সময়। তালেবান গ্রুপ হুমকি দেয় এই বৈঠক না করার জন্য। তবে এই বিষ্ফোরণের দাবি করছে তালিবান জঙ্গি গোষ্ঠী। এই হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেদেশের সুরক্ষা বাহিনীর শীর্ষকতা। তিনি সংবাদমাধ্যমের সামনে জানান এই ঘটনায় নিরাপত্তারক্ষী সহ সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে। তবে ঘটনার তদন্ত শুরু করেছে। ক্ষতিয়ে দেখা হচ্ছে,হাই সিকিউরিটি জোনে কিভাবে ওই গাড়িটি পৌঁছেছে। বিস্ফোরণে কত মানুষ নিহত বা আহত হয় । আল্লার নামে এগুলো করা হচ্ছে । সমস্ত আন্তর্জাতিক ভাবে সমস্ত দেশ মিলে এক হয়ে , এই সন্ত্রাস বাদের বা সন্ত্রাস এর মদত দাতা দেশ গুলির বিরোধ গড়ে তুলতে হবে । ভারতবর্ষের উপরেও যখন পাকিস্তান সন্ত্রাসের মদত দেয় , তখন অন্য দেশের পদক্ষেপ নেওয়া উচিত । কারন সন্ত্রাস বাদীরা কখনো মানবতা বা আল্লার দুত বা ফারিস্তা হতে পারে না ।


Find Out More:

Related Articles: