জাকিরকে ফেরাতে দিল্লির কৌশল

Biswas Riya

লোহা গরম থাকতে থাকতে ঘা দিলে ফল পাওয়া যায়। আর মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া বিতর্কিত ইসলামি ধর্মগুরু জাকির নায়েকের দেশে প্রত্যর্পণ সম্পর্কে এমনটাই মনে করছে নয়াদিল্লি। আর সেই লক্ষ্যে আজ রাশিয়ার ভ্লাদিভস্তকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির বিন মহম্মদের সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইস্টার্ন ইকনমিক ফোরাম-এর ফাঁকে হওয়া এই বৈঠকের পরে বিদেশসচিব বিজয় গোখলে বলেছেন, ‘‘আলোচনায় জাকির নায়েককে ভারতে ফিরিয়ে আনার বিষয়টি উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী। দু’দেশই একমত হয়েছে যে, যে হেতু এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই এই নিয়ে ভারত এবং মালয়েশিয়ার অফিসারেরা একে অন্যের সঙ্গে যোগাযোগে থাকবেন।’’  

২০১৬ সালে ভারত থেকে পালিয়ে মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ায় বহাল তবিয়তেই ছিলেন নায়েক। 

তাঁকে ফেরত পাওয়ার জন্য দরবার করলেও কোন ফল হয়নি। কিন্তু নিজের বিপদ তিনি নিজেই ডেকে এনেছেন  গত মাসের ৮ তারিখ একটি সভায় সেখানে বসবাসকারী সংখ্যালঘু হিন্দু এবং চিনা বংশোদ্ভূত নাগরিকদের উদ্দেশে বিদ্বেষমূলক মন্তব্য করে। এর ফলে সরকারের খারাপ নজরে পড়েন তিনি। তার পরই জাকির নায়েকের বক্তৃতার উপর নিষেধাজ্ঞা চাপায় মালয়েশীয় সরকার।

 আজকের বৈঠক নিয়ে বিজয় গোখলে বলেছেন ‘‘জম্মু ও কাশ্মীরকে নতুন করে সাজানোর পিছনে যে কারণগুলি রয়েছে, তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে জানিয়েছেন নরেন্দ্র মোদী। দক্ষতর প্রশাসন এবং আর্থ-সামাজিক উন্নয়ন কাশ্মীরকে উপহার দেওয়াটাই যে লক্ষ্য, সে কথা মহাথিরকে বলেছেন মোদী। সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়েও কথা বলেছেন দুই নেতা।’’

 

 


Find Out More:

Related Articles: