মুখ্য মন্ত্রীর ধমকে কাজ

Paramanik Akash

মুখ্য মন্ত্রীর ধমকে কাজ । জল রাস্তা শউচালয় বানানর নির্দেশ দেন  মমতা ব্যানার্জি । তিনি মহকুমা শাসক জেলা শাসক দের ঘুরে ঘুরে কাজ দেখার নির্দেশ দেন দিদি । হাওড়া পুরসভার ভোট না হওয়ার ফলে রেভিনিউ ট্যাক্স কমে গেছে । তবুও ১৫৭ কোটি টাকা ব্যায়ে পদ্ম পুকুরের পানীয় জল প্রকল্পের সাহায্যের আশ্বাস দেন । প্রশাসক বসিয়েও হাওড়া পুরসভার বিন্দু মাত্র উন্নয়ন হয়নি । টাস্ক ফরস আরেকবার গঠনের জন্য প্রমান হল । এই টাস্ক ফরস এ  বিধায়ক মেয়র কমিশনার কে দায়তিত্ব দেন । টাস্ক ফরস কাজ শুরু করেছে কিনা তা জানা যায়নি ।  কিন্তু এর একদিন পরেই পুর নাগরিক রা নরে চরে  বসেছে । ২১ আগস্তে জানা গেছে । ২০১৬ সালে কঠিন বর্জ্য ব্যাবস্থা আইনে । যত্র তত্র ময়লা ফেললে জরিমানা ১৫০০ থেকে ২৫০০ টাকা হতে পারে । সমস্ত বিদ্যালয় গুলি তে এর নির্মল বাংলার প্রচার চালানই হচ্ছে । কিন্তু ১০০ দিনের কর্মী দের বড় অনীহা সব জায়গায় গিয়ে ময়লা সংগ্রহ করতে কারন তারা বেশির ভাগ পারত্যর ছেলে  । তার আগে নাগরিক দের সচেতন হতে হবে । কারন আমরা যেখানে সেখানে ময়লা ফেললে অসুবিধা দুর্গন্ধ থেকে অসুখ আমাদের ই হবে । আমরা ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলব আগে তারপর সরকারের সমালচনা করব ।

Find Out More:

Related Articles: