কচুয়া কাণ্ডে রাজ্য সরকারকে এক হাত দিলীপের, বললেন...
কচুয়ায় লোকনাথ
ভক্তদের দায় নিতে হবে প্রশাসনকেই। গাফিলতির কথা স্বীকার করতে হবে, শুধু ক্ষতিপূরণ দিলেই হবে না। আজ কচুয়ায়
৮ জনের মৃত্যুর ঘটনায় এভাবেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি
দিলীপ ঘোষ। এমনকী কচুয়া কাণ্ডে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি তুলেছেন তিনি। একইসঙ্গে
দিলীপ ঘোষের মতে, হজযাত্রীরা
নিরাপত্তা পায়। সরকারই দেয়। এটা ভালো কথা। শুধুমাত্র একটা ধর্মের জন্য কেন হবে?
প্রসঙ্গত, কচুয়ায় লোকনাথ দেবের মাতায় জল ঢালতে প্রতিবছরের মতো এ বছর যায় অসংখ্য মানুষ। কিন্তু রাত তিনটে নাগাদ ভিড়ে পুকুরের ধারে পাঁচিল ভেঙে পড়ে যায়। ঘটনায় মৃত্যু হয় আট জনের। আহতের সংখ্যা ১৬ ছাড়িয়েছে। আহতদের ন্যাশনাল মেডিক্যাল ও এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, মোদী নিজেকে চায়েওয়ালা বলেই থাকেন। এবার সেই চায়েওলার ভূমিকায় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিঘায় একটি চায়ের দোকানে গিয়ে বুধবার নিজের হাতেই চা বানিয়েছেন তিনি। চা বানানোর পর বলেছেন, আমি সাধারণ মানুষ, সব কিছুই পারি। এটা যদি জনসংযোগের অঙ্গ হয়ে থাকে তাহলে ‘দিদিকে বলো’ কর্মসূচী জনসংযোগের মাস্টার প্ল্যান। এবার তাই ‘দিদিকে বলো’র সঙ্গে পাল্লা দিতে মোদীর দেখানো ‘চায়ে পে চর্চা’তেই নামছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার যে ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে দাবি করা হয়েছে, রাজ্যের সব থেকে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব যাবেন আপনার এলাকায়। চায়ের আড্ডায় মুখোমুখি হওয়া যাবে তাঁর সঙ্গে। কবে কথা বলা যাবে তা জানতে যোগাযোগ করতে হবে স্থানীয় বিজেপি কার্যালয়ে।