নেতাজীর রহস্য উন্মোচনের দাবী মমতার

Biswas Riya

নেতাজীর মৃত্যু নিয়ে রহস্য আজও দানা বেঁধে আছে। সেকারণেই তাঁর মৃত্যু দিবস নিয়েও বিতর্কের শেষ নেই।এবার সেই আগুনে ঘৃতাহুতি দিল প্রেস ইনফর্মেশন ব্যুরো (পিআইবি)-র একটি পোস্ট। নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে গিয়ে রবিবার যে টুইট পিআইবি করেছে, তাতে ১৯৪৫ সালের ১৮ অগস্টকেই তাঁর ‘মৃত্যু দিবস’ হিসাবে দেখানো হয়েছে। শুধু পিআইবি-ই নয়, কংগ্রেস ও গুজরাত বিজেপির তরফেও এমনই পোস্ট করা হয়েছে। যতিও তাতে ভাষার কিছুটা তারতম্য রয়েছে। সেই টুইটারেই পোস্ট করে নেতাজিকে নিয়ে ‘রহস্য’ উন্মোচনের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

মুখ্যমন্ত্রী টুইট করেন ‘আজকের দিনেই ১৯৪৫ সালে নেতাজী তাইওয়ানের তাইহোকু বিমানবন্দর থেকে নিখোঁজ হন। আমরা আজও জানি না এরপর কি হয়েছে। দেশমাতৃকার এই বীর সন্তানের বিষয়ে জানার অধিকার সকল দেশবাসীর আছে।’ 

 

কংগ্রেসও পোস্ট করে ‘আজ আমরা আমাদের দেশের মহান স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানাচ্ছি। তিনি এমন এক জন মানুষ যাঁকে ছাড়া আমাদের দেশের ইতিহাস অপরিবর্তিত থাকত না। নেতাজি সুভাষ চন্দ্র বসু তাঁর চিন্তা ভাবনার স্বাধীনতা ও কাজের মাধ্যমে পথ দেখিয়েছিলেন।’ 

 

গুজরাতে বিজেপির তরফেও পোস্ট করা হয়েছে  ‘মহান স্বাধীনতা সংগ্রামী ও আজাদ হিন্দ ফৌজের সুপ্রিম কম্যান্ডার নেতাজি সুভাষ চন্দ্র বসুর পুণ্য তিথিতে তাঁকে কোটি কোটি নমস্কার।’ পুণ্য তিথি অর্থে অবশ্য কী বোঝানো হচ্ছে তা পরিষ্কার করে বলা হয়নি।

 

যেহেতু নেতাজীর অন্তর্ধান রহস্যের সমাধান আজও হয়নি তাই এইসমস্ত পোস্ট ঘিরে বিতর্ক দানা বেঁধেছে।


Find Out More:

Related Articles: