কাশ্মীর ইস্যু : ইমরানকে ফোনে ট্রাম্প বললেন এই কথা

GHOSH ARPAN

কাশ্মীর ইস্যু নিয়ে ইমরান খান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। এবং ট্রাম্প নাকি বিষয়টি নিয়ে ধারাবাহিক ভাবে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন। নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আগে ট্রাম্প-ইমরান কথোপকোথনকে এই ভাবেই ব্যাখ্যা করল ইসলামাবাদ। অথচ হোয়াইট হাউস সূত্রে খবর,  বৈঠকের আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কাশ্মীর নিয়ে কথা হয় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। সেই কথোপকথনে উত্তেজনা প্রশমনে দ্বি-পাক্ষিক আলোচনা অত্যন্ত জরুরি বলে ট্রাম্প ইমরানকে বলেছেন। এক বিবৃতিতে একথা জানিয়েছেন হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি হোগান গিদলে। এমনকী রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার প্রিতিনিধি দিমিত্রা পোলানস্কিও ইন্টারন্যশনাল সংবাদমাধ্যমকে একই কথা বলেছেন। তাঁর বক্তব্যে তিনি বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় থাকুক, স্থিতাবস্থা ফিরে আসুক দ্রুত।

  

ভারত অবশ্য আগেই জানিয়ে দিয়েছিল, পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে কখনই কোনও আলোচনা সম্ভব নয়। রাষ্ট্রপুঞ্জেও ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরুদ্দিন একটি প্রেস বিবৃতিতেও একথা স্পষ্ট করে দিয়েছেন।

 

অন্যদিকে, ধাপে ধাপে স্বাভাবিক হবে জম্মু-কাশ্মীর। উঠবে নিষেধাজ্ঞাও। আগামী সোমবার থেকেই খুলে যাবে স্কুল। খুলবে সরাকির অফিসও। এমনকী এখন থেকেই কয়েকটি জায়গায় ল্যান্ড চালু হয়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন। জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে একটি প্রেস বিবৃতিও দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, “রাজ্যের ২২টি জেলার মধ্যে ১২টিতে পরিস্থিতি প্রায় স্বাভাবিক। পাঁচটি জেলায় রাত্রিকালীন কিছু নিষেধাজ্ঞা থাকছে।” সোমবার থেকে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।  

 



Find Out More:

Related Articles: