দীর্ঘ ৫ বছর পর ৯ সেপ্টেম্বর মুক্তি পেল অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ছবি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেলেও বক্স অফিস রিপোর্ট বলছে, এই ছবির হাত ধরেই বলিউডে ফিরছে সুদিন। ছবির বাজেট ৪১০ কোটি, তার উপর বর্তমান সময়ে যেভাবে ব্যর্থ হয়েছে একের পর এক ছবি, তাতে বলা বাহুল্য যে এই ছবির সফলতা নিয়ে সকলের মনেই ধন্দ ছিল। ছবির প্রচারে কোনও কসর বাদ রাখেননি তিনি। দক্ষিণ থেকে উত্তর, সারা দেশেই ছবির প্রচার চালিয়েছে ছবির গোটা টিম। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি ঘিরে প্রথম থেকেই উত্তেজনা তুঙ্গে। বক্স অফিস রিপোর্ট বলছে সারা বিশ্ব জুড়ে ৩ দিনে ‘ব্রহ্মাস্ত্র’ ব্যবসা করেছে ২২৫ কোটি। শুধুমাত্র ভারতে এই ছবির আয় ১৪৬ কোটি। যা শুধুমাত্র হিন্দি ছবিই নয়, সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত যেকোনও ভারতীয় ছবিকে পিছনে ফেলে দিয়েছে এই ছবির আয়। ব্যবসার নিরিখে দক্ষিণী ছবিকেও পিছনে ফেলেছে আলিয়া রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’।
অন্যদিকে, আপাতত খ্যাতির মধ্যগগনে রয়েছেন অভিনেতা গুলশন দেভাইয়া। তাঁর একের পর এক ছবি বাণিজ্যিক সাফল্য পাচ্ছে, দর্শক এবং সমালোচকদের প্রশংসাও আদায় করছে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ ‘দুরাঙ্গা’। মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে থ্রিলারধর্মী ‘শিক্ষা মণ্ডল’। তবে গুলশনের সাম্প্রতিক একটি মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে 'আশিকি' ছবির থ্রিক্যুয়েল 'আশিকি ৩'। ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন অনুরাগ বসু। এই ছবিতে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা কার্তিক আরিয়ান মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন। ছবির নির্মাতাদের তরফে নাকি গুলশনকে আরিয়ানের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমের তরফে গুলশনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “প্রস্তাবটি এখনও রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব। এটা সত্যিই দারুণ। আমরা দুই ভাই মিলে ফাটিয়ে দেব।” দর্শকরা এমন চরিত্রে তাঁদের দেখতে অভ্যস্ত নন, তাই সকলে চমকে যাবেন বলেও দাবি করেছেন তিনি। সঙ্গে তাঁর সংযোজন, “আমি সমকামী পুরুষের চরিত্রে অভিনয় করতে স্বচ্ছন্দ, কিন্তু এখানে আমাকে একটা নারী চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।” একজন বিষমকামী পুরুষ হিসাবে এমন একটি চরিত্রে অভিনয় করা যথেষ্ট কঠিন বলেও দাবি করেছেন তিনি।