এক বছরে দেবযান

frame এক বছরে দেবযান

A G Bengali
এক বছর ছুঁয়ে ফেলল শ্রেয়া ঘোষাল এবং শিলাদিত্য মুখোপাধ্যায়ের ছেলে দেবযান। সকাল থেকেই নানা স্বাদের কেকে টেবিল ছয়লাপ। সমস্ত কেকই নীল রঙের! একসঙ্গে এত কেক দেখে দেবযানকে সামলে রাখা দায়! তবে একরত্তি ছেলে মায়ের বড় বাধ্য। শ্রেয়ার কথামতো জোড়হাতে প্রণাম জানিয়েছে সবাইকে, আশীর্বাদ চেয়েছে। মাকে অনুসরণ করে মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানাতেও ভোলেনি। ভিডিয়ো-বন্দি সেই মুহূর্ত পোস্ট হতেই ভাইরাল। সারা দেশে শ্রেয়ার অনুরাগী অগুনতি। প্রিয় গায়িকার ছেলেকেও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরাই। দেবযানের জন্য বাড়িতে পৌঁছে গিয়েছে অঢেল উপহার। কোনও কেকে পুতুলের মোটিফ। কোনওটিতে রাজার মুকুট বসানো! একটি কেকের উপরে বড় করে ইংরেজিতে এক সংখ্যাটি লেখা। যা বাবা-মাকে মনে করিয়ে দিয়েছে, চোখের পলকে সময় উড়ে যায়। দেখে কোন মায়ের না ভাল লাগে? প্রতিটি কেকের পাশে প্রেরকের নাম। ছেলেকে সঙ্গে নিয়ে খুশি মনে সবার নাম পড়েছেন গায়িকা। দেবযানকে বোঝানোরও চেষ্টা করেছেন, জন্মদিনে বড়দের আশীর্বাদ খুব জরুরি। দেবযান ভাগ্যবান, সেটাই পাচ্ছে।


অন্যদিকে, বাংলা গানের এই সময়ের অন্যতম জনপ্রিয় গীতিকার-সুরকার জুটি শ্রীজাত ও জয় সরকার। তাঁদের জনপ্রিয় গানের তালিকা বেশ দীর্ঘ। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলেন ওপার বাংলার শিল্পী ফারজানা সিফাত। প্রকাশ পেল নতুন গান 'সোনালি দুপুর'। গানের মধ্যে কত অনুভূতিই না থাকে! কোনও গানে শৈশব কোনও গানে স্মৃতি কোনও গানে কাছের মানুষকে আবার ফিরে পাওয়া যায়। এই গানে ফিরে পাওয়া গেল সেইসব একসঙ্গে। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কথায় জয় সরকারের সঙ্গীত পরিচালনায় বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফারজানা সিফাত গানটি গেয়েছেন। সৌমজিৎ আদক এর পরিচালনায় গানটির ভিডিওতে দেখা যাবে ফারজানা সিফাত, শিশু শিল্পী রূপদীপ্তা মুখার্জী এবং লিনা মুখার্জিকে।

Find Out More:

Related Articles:

Unable to Load More