প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

A G Bengali
বৃহস্পতিবার সকালে কলকাতায় নিজের বাড়িতেই প্রয়াত হন অভিষেক চট্টোপাধ্যায়। কলকাতায় প্রিন্স আনোয়ার শাহ রোডে নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বুধবার সন্ধেবেলা একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাতের দিকে সেখানেই বার বার অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও সেই প্রস্তাবে রাজি হননি তিনি। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়িতে মারা যান। একসময়ে বাংলা সিনেমায় প্রচুর কাজ করেছেন তিনি। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরবর্তীকালে বহু বিতর্কে জড়িয়ে পড়েন তিনি এবং দূরে সরে যান কাজের থেকে। মাত্র ৫৭ বছর বয়সে জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ টলিপাড়া। নয়ের দশকে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। অভিষেকের সঙ্গে সেসময় বাংলা ছবির হাল ধরেছিলেন তাপস পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী। হরনাথ চক্রবর্তী পুরনো দিনের কথা শেয়ার করে জানান যে প্রায়দিনই প্রসেনজিৎ কিংবা অভিষেকের বাড়িতে বসত আড্ডার আসর। পরিচালকের কথা থেকেই বোঝা যায় যে দুই অভিনেতার ছিল দাদা ভাইয়ের সম্পর্ক। তাঁর অকালপ্রয়াণে স্তম্ভিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

দীর্ঘ দিনের সহকর্মী-বন্ধুর অকালে চলে যাওয়া যেন বিশ্বাসই হতে চাইছিল না। প্রায় ১৬ ঘণ্টা পর বিধ্বস্ত প্রসেনজিৎ প্রকাশ্যে নিয়ে এলেন নিজের মনখারাপের কথা। বিকেল প্রায় পাঁচটা নাগাদ টুইটারে লিখলেন, ‘বিশ্বাস হচ্ছে না যে অভিষেক আর নেই। কী বলব, কী লিখব... ভাষা হারিয়েছি।’ তার পরে বন্ধুকে উদ্দেশ্য করে লিখলেন, ‘তোর বিকল্প হবে না কোনোদিন। ভাল থাকিস রে বন্ধু।’

Find Out More:

Related Articles: