এই প্রথম সিরিজে অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। ওটিটি পর্দায় হাজির হচ্ছেন ‘ধক ধক গার্ল’। নেটফ্লিক্সে আসছে তাঁর ওটিটি পর্দার প্রথম কাজ, তবে পরিবর্তিত নামে। প্রযোজক করণ জোহর ঘোষণা করেন, ২৫ ফেব্রুয়ারি সিরিজটি মুক্তি পাবে ‘দ্য ফেম গেম’ নামে। বদলে গিয়েছে সিরিজের পোস্টারও। টুইটারে নতুন পোস্টারটি ভাগ করে নিয়েছেন করণ। সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় থাকছেন মাধুরী। আচমকাই উধাও হয়ে যায় অনামিকা। পুলিশ ও নিকটজনেরা তাঁর হদিশ করতে গেলে বেরিয়ে আসে কিংবদন্তী অভিনেত্রীর জীবনের বহু অজানা তথ্য ও নানা যন্ত্রণার কাহিনী। বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলী পরিচালিত সিরিজটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মানব কল, সঞ্জয় কপূর, সুহাসিনী মূলে প্রমুখ
। বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলী পরিচালিত সিরিজটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মানব কল, সঞ্জয় কপূর, সুহাসিনী মূলে প্রমুখ।
অন্যদিকে, 'লতা দিদি মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। আজ সকালে তাকে এক্সটুবেশন (ভেন্টিলেটর বন্ধ করে) একটি ট্রায়াল দেওয়া হয়েছে। বর্তমানে, তাঁর শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। তবে আপাতত ডাঃ প্রতীতি সামদানীর নেতৃত্বে চিকিৎসক দলের পর্যবেক্ষণে থাকবেন। আপনাদের প্রার্থনা এবং শুভ কামনার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই',বলেছেন মঙ্গেশকরের ঘনিষ্ঠ বন্ধু আনুশা শ্রীনিবাসন। কিছুদিন আগে, ৯২ বছর বয়সী তারকার দল টুইট করেছিল,'লতা দিদির স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং তিনি আইসিইউতে রয়েছেন। দয়া করে বিরক্তিকর গুজব ছড়ানো বা দিদির স্বাস্থ্য সম্পর্কিত এলোমেলো বার্তা ছড়াবেন না। ধন্যবাদ।'