নতুন অতিথি আসতে চলেছে সুস্মিতার জীবনে

A G Bengali
পিসি হতে চলেছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। সুস্মিতার ভাই রাজীব সেন ইনস্টাগ্রামে এই সুখবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তাঁর স্ত্রী অভিনেত্রী চারু আসোপা সন্তানসম্ভবা। গত শুক্রবার স্ত্রীর চারুর সঙ্গে একটি ছবি দিয়েছেন রাজীব। সম্ভবত তাঁদের বিয়ের সময়ের কোনও এক মুহূর্ত। বিবরণীতে তিনি লিখেছেন, ‘জীবনে আনন্দ আসছে’। এর সঙ্গে জুড়ে দিয়েছেন ‘#উইআরথ্রি’। রাজীব-চারুর দুই থেকে তিন হওয়ার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরাও। শুভেচ্ছা বার্তায় উপচে পড়ছে রাজীবের পোস্ট।

অন্যদিকে, বৃষ্টির সঙ্গে প্রেম ওতোপ্রতভাবে জড়িত। নায়ক-নায়িকারা বৃষ্টিতে ভিজছে, একে অপরের সঙ্গে বৃষ্টির জল নিয়ে খেলছে, অন্যদিকে ক্যামেরা চলছে, আরও রোম্যান্টিক হয়ে উঠছে সব দৃশ্য। বড় থেকে ছোট পর্দা বারবার সেই দৃষ্টান্ত আমরা দেখেছি। এবার সেই পথেই হাঁটলেন ঋতাভরী। অভিনয় তো করতে পারেনই, গানেও নিজের প্রতিভা প্রমাণ করছেন বারবার। ফের একবার গায়িকা ঋতাভরীকে পেল তাঁর ফ্যানেরা। মুক্তি পেল তাঁর প্রথম হিন্দি সিঙ্গল। গানের নাম সাওন। এর আগে তাঁর তাঁর কন্ঠে আমরা শুনেছি 'রূপ সাগরে মনের মানুষ'। এবার স্বানন্দ কিরকিরের সঙ্গে গলা মেলালেন তিনি। জনপ্রিয় গান 'রঙ্গ সারি'-ব্যবহার করে গানটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন গায়ক। গানের কথা লিখলেন ঋতাভরী নিজেই। গানের মিউজিক এবং অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলেন সম্বিত। প্রথম হিন্দি সিঙ্গল গানেও বাজিমাত করলেন ঋতাভরী। গানের একটি ঝকঝকে মিউজিক ভিডিও তৈরি করলেন।

Find Out More:

Related Articles: