কোন খ্যাতনামারা করোনায় আক্রান্ত দেখে নিন

A G Bengali
করোনার (Corona) দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নিয়েছে দেশজুড়ে। আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ১ মে থেকে ১৮ বছরের বেশিদের করোনা ভ্যাকসিন (Corona Vaccine) দেওয়ার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার সুশীল চন্দ্র। সেই সঙ্গে করোনার কবলে কোন কোন খ্যাতনামীরা পড়লেন এক নজরে দেখে নেওয়া যাক -

রাজনৈতিক ব্যক্তিত্ব
১) রাহুল গান্ধী
২) মনমোহন সিং
৩) যোগী আদিত্যনাত
৪) হরসিমরত কউর
৫) সুজন চক্রবর্তী
৬) মমতাবালা ঠাকুর
৭) দিগ্বিজয় সিং
৮) মৌসম বেনজির নূর
৯) রণদীপ সিং সুরজেওয়ালা

১০) মদন মিত্র

বলিউড-টলিউড
১) সনু সুদ
২) মণীশ মালহোত্রা
৩) অর্জুন রামপল
৪) নীল নিতিন মুকেশ
৫) চৈতি ঘোষাল
৬) শুভশ্রী গঙ্গোপাধ্যায়
৭) জিৎ
৮) ঋতব্রত মুখোপাধ্যায়

৯) পার্নো মিত্র

প্রসঙ্গত, বৃহস্পতিবার করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এমস-এ চিকিৎসা চলছিল মনমোহনের। আপাতত তিনি সুস্থ বলে জানিয়েছেন এমস-এর চিকিৎসকেরা। বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন তৃণমূল নেতা তথা কামারহাটি বিধানসভা আসনের প্রার্থী মদন মিত্রও।

অন্যদিকে, ভারতের মিশন অক্সিজেন তহবিলে ১ কোটি টাকা দান করলেন সচিন তেন্ডুলকর। টুইটারে সচিন জানান, ‘কোভিডের দ্বিতীয় ঢেউয়ে  সংক্রমণের হার প্রচুর। স্বাস্থ্য ব্যবস্থার শিড়দাঁড়া ভেঙে গিয়েছে। এই সময়ে প্রচুর অক্সিজেন দরকার। অনেকেই সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে দেখে ভাল লাগছে। দেখা গিয়েছে, ২৫০ জনের বেশি নতুন প্রজন্ম যুবতি মিশন অক্সিজেনে যোগ দিয়েছেন। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে আসার জন্য এঁরা টাকা সংগ্রহ করছেন। আমি ওঁদের সাহায্য করলাম। আশা করব ভারতের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে খুব দ্রুত’।

Find Out More:

Related Articles: