![রিয়া কার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন ?](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/rhea-chakraborty-all-set-to-take-legal-action-against-ankita96cbe5f0-8794-42ac-a604-067c5a57f975-415x250.jpg)
রিয়া কার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন ?
অন্যদিকে, বাইকুল্লা জেল থেকে সবেমাত্র জামিনে ছাড়া পেয়েছেন? এর মধ্যে সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রিয়া চক্রবর্তী? সম্প্রতি এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যাঁরা তাঁর সম্মানহানির চেষ্টা করেছেন, তাঁদের সকলের বিরুদ্ধেই আইনানুগ পদক্ষেপ করার পথে হাঁটবেন রিয়া চক্রবর্তী। এমনটাই জানিয়েছিলেন রিয়ার আইনজীবী। যদিও রিয়া, অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করছেন কিনা, এবিষয়ে রিয়া বা তাঁর আইনজীবী কিছু নিশ্চিত করে জানাননি।