কঙ্গনাকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র

A G Bengali
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান বলিউড অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এ বিষয়ে টুইট করেন কঙ্গনা রানাউত। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, কঙ্গনার সঙ্গে সর্বক্ষণ থাকবেন এক জন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার এবং ১১ জন সশস্ত্র পুলিশকর্মী। থাকবেন কম্যান্ডোরাও। মন্ত্রকের এক শীর্ষ আধিকারিকের সূত্রে খবর, সুশান্তের মৃত্যুর পর বলিউডের একাংশের বিরুদ্ধে মাদক-যোগের অভিযোগে সরব হন অভিনেত্রী। তা ছাড়া শিবসেনা-নেতাদের সঙ্গে বাগযুদ্ধ ঘিরে তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই বলিউড ‘কুইন’ এর জন্য ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। যদিও মন্ত্রকের তরফে এখনও সরকারি ভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর থেকে মুম্বই পুলিশের তদন্ত নিয়ে লাগাতার প্রশ্ন তুলে আসছেন কঙ্গনা। শিবসেনার নেতৃত্বে মহারাষ্ট্র সরকারের সমালোচনা করে চলেছেন ক্রমাগত। মুম্বইয়ে থাকতে তিনি ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন। শিবসেনা-এনসিপি নেতৃত্ব তাঁকে উদ্দেশ্য করে পাল্টা বলেন, কঙ্গনার উচিত মুম্বইয়ে না থাকা। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখ বলেছিলেন, ‘‘শহরকে নিরাপদ মনে না করলে মুম্বইয়ে ফিরে আসবেন না।’’ রাজনৈতিক শিবিরের পর্যবেক্ষণ, কার্যত কঙ্গনাকে মুম্বইয়ে না ঢোকার হুমকি দিয়েছেন শিবসেনা-এনসিপি নেতারা। তার পরেও কঙ্গনা বলেছেন, মুম্বই যেন ‘পাক অধিকৃত কাশ্মীর’। পাল্টা জবাব দিয়েছিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। 

Find Out More:

Related Articles: