সোনুকে আরতি করলেন মহিলারা
করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বলিউড অভিনেতা যেভাবে এগিয়ে এসেছে সেটা যথেষ্ট প্রশংসনীয়। গরিব মানুষের জন্য তাঁর এই পরিশ্রম, তাঁকে দেশবাসীর কাছে বাস্তবের 'নায়ক' করে তুলেছে। শুধু পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেই খান্ত হয়েছেন এমনটা নয়। শ্রমিকদের জন্য যাত্রাপথের প্রয়োজনী PPE কিট, খাবার, সবেরই ব্যবস্থা করেছেন অভিনেতা। সম্প্রতি তামিলনাড়ুর ২০০ জন পরিযায়ী শ্রমিককেও বাড়ি পৌঁছে দিলেন তিনি। যাঁরা মুম্বইয়ে ইডলি বিক্রি করে করে সংসার চালাতেন। সোনুর এমন উপকারে অভিভূত তামিলনাড়ুর ওই ২০০ জন পরিযায়ী শ্রমিক। যাঁদের মধ্যে কিছু মহিলাও রয়েছেন। সোনু যখন ওই পরিযায়ী শ্রমিকদের বাসে তুলতে যান, তখন সোনুর প্রতি শ্রদ্ধায় বেশ কয়েকজন মহিলা সোনুকে আরতি করেন। সোনুও চিরাচরিত প্রথা মেনে যাত্র শুভ করতে নারকেল ফাটালেন। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিয়ো।
View this post on Instagram@Sonu_Sood sent across 200 idliwalas back to their home state of Tamil Nadu. Kudos to him yet again. The actor has started the Ghar Bhejo initiative with his friend @goel.neeti. #sonusood #viralbhayani @viralbhayani A post shared by Viral Bhayani (@viralbhayani) on