ছবি পোস্ট করে বাগদানের খবর জানালেন রানা দাগ্গুবতি
করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। তবে লকডাউনের মাঝেই রানার ভক্তদের জন্য সুখবর। সুখবরটা কিছুদিন আগেই দিয়েছিলেন অভিনেতা রানা দাগ্গুবতি। জানিয়েছিলেন তাঁরা প্রেমের প্রস্তাবে সায় দিয়েছেন মিহিকা। তাঁরা এখন এনগেজ। কিন্তু ঘোষণার পরপরই যে নিয়ম মেনে আংটিবদল সেরে ফেলবেন, তা বোধহয় ভাবেননি অনুরাগীরা। কিন্তু অভিনেতার আর তর সয়নি। তাই বোধহয় মিহিকা প্রস্তাবে সায় দেওয়ার সঙ্গে সঙ্গেই সময় নষ্ট করতে চাননি তিনি। সেরে ফেললেন বাগদান। সেই ছবি অভিনেতা শেয়ার করেছেন নিজের সোশ্যাল সাইটে। এমনকী কবে বিয়ে করতে পারেন তাঁরা, তার ইঙ্গিতও মিলেছে এদিন।
View this post on InstagramAnd it’s official!! 💥💥💥💥 A post shared by Rana Daggubati (@ranadaggubati) on