মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখ খানকে বললেন ‘নো ছুট্টি’, কেন জানেন ?

GHOSH ARPAN

রজত জয়ন্তী বর্ষে পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘড়ির কাঁটায় চারটে বাজতেই যেন গোটা স্টেডিয়াম জুড়ে যেন চাঁদের হাট। শাহরুখ খান, মহেশ ভট্ট, রাখি গুলজার থেকে শুরু করে টলিউডের নুসরত জাহান, মিমি চক্রবর্তী, পাওলি দাম, দেব, সোহম সহ হাজির চলিউডের প্রায় সবাই। রাজ চক্রবর্তী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অনুষ্ঠানে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রতিবারই নিয়ম করে আসেন শাহরুখ খান। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনিই। শাহরুখ নিজেই বারবার জানিয়েছেন, দিদির আমন্ত্রণ ফেলতে পারেন না। আর শাহরুখ যে তাঁর ভাই, সেটা আবারও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মনে করিয়ে দিলেন, শাহরুখকে প্রতিবারই আসতেই হবে। বাংলায় দুর্গাপুজো দেখার আমন্ত্রণও করলেন শাহরুখকে। কলকাতা চলচ্চিত্র উৎসবে স্বকীয়ভঙ্গিতে মমতার মন্তব্য,''শাহরুখ নো ছুট্টি, তাহলে কাট্টি।'' এরপর মমতার মুখে শাহরুখের ভূয়সী প্রশংসা। বললেন,  '' আমরা সবাই মনে করি ও আমাদের খুব প্রিয়। আজ সারা পৃথিবীতে নাম করেছে। ও খুব সিম্পল। বেস্ট বয়। অহংকার নেই। ঔদ্ধত্য নেই। মানুষকে ভালবাসে। মানবিকতাকে ভালবাসে।'' নজরুলের একই বৃন্তে দুটি কুসুমের মতো মমতার সংযোজন, একদিকে শাহরুখ। একদিকে সৌরভ। আমার ভীষণ ভালো লেগেছে।'' মহেশ ভট্ট ও শাহরুখ খানকে বাংলায় দুর্গাপুজো দেখার আমন্ত্রণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশি অতিথিদেরও একবার দুর্গাপুজোয় আসার আহ্বান করেন।   


Find Out More:

Related Articles: