করনের প্রযোজনাতে এবার কি তাহলে দীপিকা?

Biswas Riya

মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দীপিকা পাড়ুকোন বলেছিলেন, আগামী বছরে একটি ডার্ক রোম্যান্সে অভিনয় করবেন। শোনা যাচ্ছে, সেই ছবির প্রযোজক কর্ণ জোহর।

 যদি চূড়ান্ত হয়, এই প্রথম বার কর্ণের ব্যানারে কাজ করবেন দীপিকা। ছবিটি পরিচালনা করবেন শকুন বাত্রা। এর আগে কর্ণের প্রযোজনায় ‘এক ম্যায় অওর এক তু’ ও ‘কপূর অ্যান্ড সনস’ পরিচালনা করেছিলেন শকুন। কর্ণের পোস্ট করা যে হাউস পার্টির ভিডিয়ো আলোচনার তুঙ্গে ছিল, সেখানেও শকুনের সঙ্গেই দীপিকাকে দেখা গিয়েছিল। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে মেঘনা গুলজ়ারের নির্দেশনায় দীপিকার ‘ছপাক’। তার পরে কবীর খানের ‘এইট্টি থ্রি’।

একজন তরুণী হিসেবে তিনি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ফ্যাশন মডেল হওয়ার জন্য তিনি খেলোয়াড় পেশার ইতি টানেন। তিনি শীঘ্রই চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পান।

দীপিকা নারীর অধিকার বিষয়ে সচেতন ও সম্প্রতি জনপ্রিয় পণ্য "ভোগ"-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "মাই চয়েস"-এ তিনি তার অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। তাছাড়াও, ছবির সেটে তার সময়ানুবর্তিতার সুনাম আছে। 

পাশাপাশি নারী ক্ষমতায়নের জন্য সরকারি একটি উদ্যোগের মুখ করা হয়েছে দীপিকাকে। তাঁর সঙ্গে রয়েছেন ব্যাডমিন্টন প্লেয়ার পি ভি সিন্ধুও। দীপাবলির আগে দেশের মহিলাদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ভারত কী লক্ষ্মী’ প্রকল্পের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানেই দেশের নারীদের স্বপ্ন দেখার ও তাকে সার্থক করার আহ্বান জানাচ্ছেন অভিনেত্রী।

 

 


Find Out More:

Related Articles: