মন্ত্রীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন এই জনপ্রিয় অভিনেত্রী

frame মন্ত্রীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন এই জনপ্রিয় অভিনেত্রী

GHOSH ARPAN

‘ইয়ে রিশতা ক্যায়া কহেলাতা হ্যায়’-এর কীর্তি গোয়েনকাকে চেনেন ? হ্যাঁ, ঠিক ধরেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী মোহেনা কুমারী সিংহ মন্ত্রীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন। চলতি মাসের ১৪ অক্টোবর গোয়ায় আংটি বদল করেছিলেন, এবার উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী সুয়েশ রওয়তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মোহেনা।   

নবদম্পতি নিজের সোশ্যল মিডিয়া হ্যান্ডেলে কেউ ছবি শেয়ার না করলেও তাঁদের বিভিন্ন ফ্যান ক্লাব থেকে তাঁদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে। যদিও সেই ছবি সঠিক কি না তা যাচাই করেনি ইন্ডিয়া হেরাল্ড। তবে সত্যি যদি এই ছবি ঠিক হয়ে থাকে তাহলে যথেষ্ট খুশি তাঁদের ফ্যানেরা। যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে লাল-সোনালি রঙের লেহেঙ্গায় মোহেনাকে একেবারে রাজকুমারী লাগছে। আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছিলেন সুয়েশ। দেখুন তাঁদের ভাইরাল হওয়া ছবি -


 

 


Find Out More:

Related Articles:

Unable to Load More